রবিবার, ২০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাসহ ১০০ জনের দুর্নীতির ৬ মামলা বিচারের জন্য প্রস্তুত মিরপুরে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ফিফার টিকিট ঘোষণা: ২০২৬ বিশ্বকাপ ঘিরে প্রস্তুতি শুরু প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা রয়ে গেছে: নাহিদ ইসলাম সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ যুক্তরাজ্যে সম্পদ বিক্রি করছেন কিছু রাজনৈতিক পরিবারের সদস্য
  • ঠোঁট ফুলে ঢোল, এ কী অবস্থা উর্ফীর?

    ঠোঁট ফুলে ঢোল, এ কী অবস্থা উর্ফীর?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনব কায়দার পোশাক পরে চমকে দেন উর্ফী জাভেদ। এ বার উর্ফীর ঠোঁট দেখে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। ঠোঁট ফুলে ঢোল। মুখের থেকে বড় আকার নিয়েছে তাঁর ঠোঁট। নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সেই ভয়ানক ছবি। ভক্তরা এই অবস্থায় উর্ফীকে দেখে শিউরে উঠছেন।

    কিছু দিন আগেই উর্ফী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি ঠোঁটে ফিলার্স ব্যবহার করেছেন। বোটক্সের ব্যবহার নিয়েও তিনি কথা বলেছিলেন। বিষয়টি নিয়ে কোনও রাখঢাক না করেই কথা বলেছিলেন উর্ফী। ভক্তরা তার এই সততার জন্য সাধুবাদ জানিয়েছিলেন। কিন্তু এ বার ঠোঁটের ফিলার্স সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিলেন উর্ফী। নিজের ঠোঁটের আকার ফিরে পেতে চান। তাই চিকিৎসকের কাছে গিয়েছিলেন ফিলার্স সরিয়ে ফেলতে।

    ফিলার্স সরিয়ে ফেলার পদ্ধতিতেই নাকি এমন অঘটনের শিকার উর্ফী। একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, ইনজেকশন দেওয়া হচ্ছে উর্ফীর ঠোঁটে। রবিবার এই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে উর্ফী লিখেছেন, “এটা ফিলার্স নয়। আমি ফিলার্সটা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি, কারণ সবটা নষ্ট হয়ে গিয়েছিল। পরে আবার ফিলার্স ব্যবহার করব, কিন্তু আর ইনজেকশন দিয়ে নয়। ফিলার্স সরিয়ে ফেলার এই পদ্ধতি খুবই যন্ত্রণাদায়ক। তবে সব সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এই পদ্ধতি অবলম্বন করা উচিত।”

    শনিবার ফিলার্স সরিয়ে ফেলার আগেও উর্ফী একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, “ফিলার্স সরিয়ে ফেলছি। বিশ্বাস করতে পারছি না। মাত্র ১৮ বছর বয়স থেকে আমি ফিলার্স ব্যবহার করছি। নিজেকে ফিলার্স ছাড়া দেখিনি কত দিন। এক সপ্তাহের মধ্যে আবার লিপ ফিলার্স করিয়ে নেব। তবে এ বার আরও সূক্ষ্ম কৌশল ব্যবহার করব।”


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন