ফিফার টিকিট ঘোষণা: ২০২৬ বিশ্বকাপ ঘিরে প্রস্তুতি শুরু


২০২৬ সালের ফিফা বিশ্বকাপ নিয়ে ফুটবল বিশ্বে উত্তেজনার পারদ এখন থেকেই ঊর্ধ্বমুখী। কারণ এবারই প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দেশের যৌথ আয়োজনে—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ৪৮টি দেশের অংশগ্রহণে এই বিশ্বকাপ হবে ইতিহাসে সবচেয়ে বড় ও বহুল প্রতীক্ষিত আসর।
বিশ্বকাপ শুরুর এক বছর আগেই ফুটবলপ্রেমীদের মাঝে আলোড়ন তুলেছে ফিফার এক গুরুত্বপূর্ণ ঘোষণা—প্রকাশিত হয়েছে টিকিটের প্রাথমিক মূল্য ও আবেদন প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য। ভক্তরা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন মাঠে বসে খেলা উপভোগ করার স্বপ্ন নিয়ে।
ফিফা জানিয়েছে, আগ্রহীরা নির্দিষ্ট অনলাইন পোর্টালে নিবন্ধন করে আবেদন করতে পারবেন টিকিটের জন্য। পাশাপাশি বিভিন্ন ধাপে টিকিট বিক্রি করা হবে, যার মধ্যে থাকবে সাধারণ দর্শক, হসপিটালিটি প্যাকেজ এবং কর্পোরেট বুকিংয়ের সুযোগও।
বিশ্বকাপ আয়োজনের ইতিহাসে এবারই প্রথম এত বেশি সংখ্যক দল অংশ নিচ্ছে—৪৮টি। ফলে ম্যাচের সংখ্যা যেমন বাড়বে, তেমনি বেড়েছে চাহিদা ও টিকিটের পরিসরও। ফিফা বলছে, তারা চাচ্ছে যেন যত বেশি সম্ভব ভক্ত মাঠে বসে খেলা উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই টিকিটের মূল্য কাঠামো নির্ধারণ করা হয়েছে।
বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে যে উত্তেজনা তৈরি হচ্ছে, সেটিকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতেই ফিফা সময়ের আগেই এই ঘোষণা দিলো বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
শুরু হবে, যা চলবে ১৯ জুলাই ২০২৬—বিশ্বকাপ ফাইনালের দিন পর্যন্ত। টিকিট পাওয়া যাবে শুধুমাত্র fifa.com/tickets ওয়েবসাইটে। এজন্য প্রথমে ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ‘ফিফা আইডি’ তৈরি করতে হবে।
টিকিট কাটলেই খেলা দেখা যাবে না। খেলা দেখতে যেতে হলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ভিসা, ইমিগ্রেশন ও স্বাস্থ্য সংক্রান্ত নিয়মকানুন পূরণ করতে হবে। পাশাপাশি খেলার দিন প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে।
টিকিট কিনতে যা লাগবে, ফিফা আইডি থাকা বাধ্যতামূলক, এজন্য fifa.com এ গিয়ে ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। টিকিট থাকলেই খেলা দেখা যাবে না সংশ্লিষ্ট দেশগুলোর (যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো) ভিসা ও ভ্রমণ অনুমতিসহ প্রযোজ্য অন্যান্য নথিপত্রও সঙ্গে রাখতে হবে।
টিকিটের মূল্য (মার্কিন ডলারে এবং টাকায়)
ম্যাচ দাম (ডলার) টাকায় (প্রায়)
উদ্বোধনী ম্যাচ $353–$706 ৪২,৮২০–৮৫,৬০০ টাকা
গ্রুপ পর্ব ও শেষ ৩২ $82–$259 ৯,৯০০–৩১,৪০০ টাকা
শেষ ১৬ $118–$318 ১৪,৩০০–৩৮,৫০০ টাকা
কোয়ার্টার ফাইনাল $235–$49 ২৮,৫০০–৫৯,৯০০ টাকা
সেমিফাইনাল $412–$1,118 ৪৯,৯০০–১,৩৫,৬০০ টাকা
ফাইনাল $706–$1,882 ৮৫,৬০০–২,২৮,৩০০ টাকা
ভিআইপি ও হসপিটালিটি প্যাকেজের মূল্য
প্যাকেজ ম্যাচ সংখ্যা শুরু মূল্য
যুক্তরাষ্ট্র ভেন্যু সিরিজ ৪–৯টি ম্যাচ $8,275 (১০ লাখ ৩ হাজার ৮০০ টাকা)
যুক্তরাষ্ট্র চার ম্যাচ সিরিজ ৪টি গ্রুপ ম্যাচ $5,300 (৬ লাখ ৪২ হাজার ৯০০ টাকা)
ফলো মাই টিম প্যাকেজ নির্দিষ্ট দলের গ্রুপ ম্যাচ $6,750 (৮ লাখ ১৮ হাজার ৯০০ টাকা)
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপের পর এবার বিশ্বকাপের উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আমরা প্রত্যেক সমর্থককে প্রস্তুত থাকতে বলছি, যেন তারা কাঙ্ক্ষিত টিকিট ও আসন পেতে পারেন।
২০২৬ ফিফা বিশ্বকাপ মাঠে বসে দেখার পরিকল্পনা থাকলে এখনই প্রস্তুতি শুরু করুন নথিপত্র, ফিফা আইডি ও আর্থিক পরিকল্পনা মিলিয়ে তৈরি থাকুন ফুটবলের মহোৎসব উপভোগের জন্য। ২০২৬ সালের ১১ জুন পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের। চলবে ১৯ জুলাই পর্যন্ত। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল।
