বুধবার, ২৩ জুলাই ২০২৫
Natun Kagoj

চীনে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা, ২ জন নিহত, নিখোঁজ ১০

চীনে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা, ২ জন নিহত, নিখোঁজ ১০
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চীনের পূর্বাঞ্চলে ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় দুই জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১০ জন। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে।

খবিতে বলা হয়, শানডং প্রদেশের রাজধানী জিনানের কিছু অংশে মধ্যরাত থেকে ভোর ৫টা পর্যন্ত ৩৬৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রবল বর্ষণের কারণে দাওয়াঝুয়াং শহরের দুটি গ্রামে হঠাৎ করে বন্যা দেখা দেয়, যার ফলে অন্তত ১৯টি বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগ মোকাবিলা ও উদ্ধার কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।

প্রাকৃতিক দুর্যোগ চীনে প্রায় নিয়মিত ঘটনা, বিশেষ করে গ্রীষ্মকালে। একদিকে ভারী বৃষ্টিপাত, অন্যদিকে তীব্র তাপদাহ—দুই মিলে অনেক অঞ্চলেই জনজীবন ব্যাহত হয়। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবও দিন দিন স্পষ্ট হচ্ছে চীনে, যা বিশ্বের সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশ হিসেবে পরিচিত।

এর আগে, জুন মাসে দক্ষিণাঞ্চলের গুইঝু প্রদেশে ভারী বৃষ্টিতে ছয় জন প্রাণ হারান এবং বাস্তুচ্যুত হন প্রায় ৮০ হাজার মানুষ। চলতি মাসেই সিচুয়ান প্রদেশে ভূমিধসে প্রাণ হারান আরও পাঁচ জন।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন