কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত


জাতীয় শোক দিবস উপলক্ষে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে কিশোরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে সোমবার (২১ জুলাই) শহরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, মাওলানা আজহারুল ইসলাম, কাজী মো. সাইফুল্লাহ, এম.এইচ. লোকমান, মাও. সানাউল্লাহ, মাও. মুহাম্মদ ইউসুফ, অধ্যাপক আজিজুল হক, সদর আমির মাও. নজরুল ইসলাম, শহর আমির আ.ম.ম. আব্দুল হক, সাবেক জেলা নায়েবে আমির অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া, মাও. আব্দুর রাজ্জাক গাফুরী এবং সাবেক শহর আমির মো. আনোয়ার হোসেন প্রমুখ।
দোয়া মাহফিলে বক্তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জাতীয় শোক দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনাও করেন।
