বুধবার, ২৩ জুলাই ২০২৫
Natun Kagoj

রায়পুরে নারী-শিশুসহ ৩ জনের মৃতদেহ উদ্ধার 

রায়পুরে নারী-শিশুসহ ৩ জনের মৃতদেহ উদ্ধার 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় নারী, শিশু ও এক পুরুষসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

এসব ঘটনা এলাকায় চরম শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (২২ জুলাই) উপজেলার বামনী ইউনিয়ন ও দক্ষিণ চর বংশী ইউনিয়নের দুটি স্থান থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।

প্রথম ঘটনাটি ঘটে রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের পূর্ব সাগরদী গ্রামের চৌকিদার বাড়িতে। বাড়ির পাশে একটি সুপারির বাগানের ডোবা থেকে মোঃ হারুন (৪৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হারুন গত সোমবার (২১ জুলাই) সকাল থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরদিন সকালে বাড়ির পাশের ডোবায় মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে, এবং পারিবারিকভাবে দাফন সম্পন্ন হয়।

একই দিনে দ্বিতীয় ঘটনাটি ঘটে দক্ষিণ চর বংশী ইউনিয়নের চর লক্ষ্মী গ্রামে। সেখানে তাসলিমা বেগম (৩৫) ও তার দুই বছরের কন্যা মিতু আক্তার বিষপান করে আত্মহত্যা করেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, তাসলিমা বেগম বড় মেয়ের পরকীয়াজনিত কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। একপর্যায়ে ক্ষোভ ও অভিমানে তিনি ছোট মেয়ে মিতুকে বিষপান করিয়ে নিজেও বিষ গ্রহণ করেন। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “নারী ও শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুটি ঘটনারই তদন্ত চলছে। একটি আত্মহত্যা এবং অন্যটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে দেখা হচ্ছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।”
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

Filename: Unknown

Line Number: 0

Backtrace: