রবিবার, ২৯ জুন ২০২৫
Natun Kagoj

পুলিশের মারণাস্ত্র প্রত্যাহারের সিদ্ধান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশের মারণাস্ত্র প্রত্যাহারের সিদ্ধান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পুলিশ বাহিনীর কাছ থেকে মারণাস্ত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সীমিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১২ মে) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “পুলিশের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, প্রাণহানি নয়। সেজন্য তাদের হাতে থাকা মারণাস্ত্রগুলো পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। পুলিশের হাতে যাতে আর কোনো মারণাস্ত্র না থাকে। এগুলো তাদের জমা দিতে হবে। কোনো মারণাস্ত্র পুলিশের হাতে থাকবে না। অস্ত্র থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের হাতে। তাদের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ভিন্ন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন