মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • কুবির বার্ষিক বাজেট পাশ ৭৬ কোটি ১০ লাখ টাকা ফ্যাসিস্ট সরকারের প্রতিমন্ত্রী অবৈধ পন্থায় কয়লা আমদানি করে অর্থ বিদেশে পাচার করেছে : হাবিব ২৪ ঘণ্টায় রেকর্ড ৪২৯ জনের ডেঙ্গু শনাক্ত, হাসপাতালে ভর্তি নির্বাচিত সরকারের সঙ্গে চীন কাজ করতে চায়: মির্জা ফখরুল একে-৪৭ নয়, উপদেষ্টার ছিল লাইসেন্সকৃত একটি অস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা রমনা রেস্তোরাঁ দখলে নিয়ে বিএনপি নেতার ব্যবসা গাজীপুরে চুরির অপবাদে শ্রমিককে পিটিয়ে হত্যা, কারখানায় ছুটি অর্থবছরের শেষ দিনে ব্যাংকে লেনদেন সন্ধ্যা ৬টা পর্যন্ত সাদা পোশাকে ব্যর্থতা, রঙিন পোশাকে প্রত্যাবর্তনের আশা মালয়েশিয়ায় আটক হওয়া বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত
  • সৈয়দপুরে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অভিষেক অনুষ্ঠান

    সৈয়দপুরে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অভিষেক অনুষ্ঠান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর সৈয়দপুরে নবগঠিত ওলেমায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গেল বুধবার শহরের আদিবা কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের কো-চেয়ারম্যান আলহাজ্ব ড. আফজাল হোসেন। সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী আশরাফী।

    এই অভিষেক অনুষ্ঠানে মাওলানা রিজওয়ান আল কাদেরী সাহেবকে সভাপতি ও মাওলানা মুফতি মুহাম্মদ হামিদ জামাল আশরাফীকে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এতে বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা অন্তর্ভুক্ত রয়েছেন। ভবিষ্যতে এই কমিটির পরিসর আরও বাড়ানো হবে বলেও জানানো হয়।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সমাজে ইমাম-মুয়াজ্জিন ও আলেম সমাজ নানা উপেক্ষার শিকার। তাদের ন্যায্য অধিকার আদায় ও আকীদায়ে আহলে সুন্নাতের প্রচার-প্রসারের লক্ষ্যে এই সংগঠনের যাত্রা।

    অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জাকিরুল মুনির, মাওলানা মঈনুল ইসলাম আল কাদেরী, মাওলানা শাহজাদা আশরাফী, মাওলানা রিজওয়ান আল কাদেরী, মাওলানা মোরশেদুল কাদেরী, মাওলানা রাহাতুল আশেকীন, মাওলানা মুফতি মুহাম্মদ হামিদ জামাল আশরাফী, মাওলানা মোমিনুল ইসলাম রিজভী, মাওলানা রশিদুল ইসলাম, মাওলানা আব্দুল জব্বার রিজভী, মমতাজ রাসুল, আজহার সুলতানসহ আরও অনেকে।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা আব্দুল ওয়াহেদ আশরাফী। সবশেষে শপথ পাঠ, সালাতো সালাম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


    তৌসিফ রেজা, সৈয়দপুর 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ