শুক্রবার, ২৭ জুন ২০২৫
Natun Kagoj

অবশেষে বিদেশ গেলেন আন্দালিব রহমান পার্থর স্ত্রী

অবশেষে বিদেশ গেলেন আন্দালিব রহমান পার্থর স্ত্রী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অবশেষে বিদেশ গেছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিন। তার সঙ্গে রয়েছেন দম্পতির ছোট মেয়ে মদিনা বিনতে আন্দালিব।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন প্রস্তুতির পর রোববার (১৮ মে) তারা দেশ ছাড়েন। তবে তাদের বিদেশ যাত্রার কারণ বা গন্তব্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

রোববার দুপুরে টিজি-৩২২ ফ্লাইটে চিকিৎসার জন্য তিনি ব্যাংকক যান। এর আগে মঙ্গলবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার গতিরোধ করেছিল। তবে কী কারণে তাকে সেদিন যেতে দেয়া হয়নি তা এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, শেখ পরিবারের সদস্য শেখ হেলালের মেয়ে হওয়ার কারণেই হয়তো তাকে আটকে দেয়া হয়েছিল।

এ ব্যাপারে আন্দালিব রহমান পার্থ বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এটা আগেও বলেছি। আইন মেনেই আমার পরিবারের সদস্যরা ব্যাংকক গেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন