নারায়ণগঞ্জে গাঁজা ও ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার


নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৮ মে) দিবাগত রাতে এই অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশের এসআই (নিঃ) অংকুর কুমার ভট্টাচার্য্য ও এসআই (নিঃ) মোঃ সোহেল মিয়া, এএসআই শহিদুল ইসলাম এবং অন্যান্য ফোর্সসহ রূপগঞ্জ থানাধীন লাভড়াপাড়া এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রূপগঞ্জ উপজেলার লাভড়াপাড়া এলাকায় ইউসুফ মিয়া (৩০) নামে একজন মাদক কারবারির গোয়ালঘরে কয়েকজন ব্যক্তি গাঁজা ও ফেনসিডিল বিক্রির প্রস্তুতি নিচ্ছে। এরপর রাত আনুমানিক ৩:১০টায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোঃ ইউসুফ মিয়াকে আটক করা হয়। তবে তার সহযোগী মোঃ ইব্রাহিম বাবু (২৮) এবং মোঃ বিজয় মিয়া ওরফে হাফিজুর রহমান (২৬) সুকৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত ইউসুফ মিয়া তার নিজ গোয়ালঘর থেকে নিজ হাতে বের করে দেয় ১৩ পুটলা গাঁজা, যার প্রতিটি পুটলায় ৪ কেজি করে মোট ৫২ কেজি গাঁজা এবং ৩টি পাটের বস্তায় রাখা ৫২০ বোতল ফেনসিডিল। জব্দকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক ৩১,২০,০০০ টাকা বলে জানায় ডিবি পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ মিয়া স্বীকার করেন, তিনি এবং পলাতক দুই সহযোগী দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে রূপগঞ্জসহ আশেপাশের এলাকায় বিক্রি করে আসছেন।
উল্লেখিত আসামিরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণি অনুযায়ী ১৯(গ)/১৪(গ)/৪১ ধারায় অপরাধ করেছেন বলে ডিবি পুলিশ জানিয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
নতুন কাগজ/বিএইচ
