মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
Natun Kagoj

কুবিতে একযোগে ১৯ টি বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

কুবিতে একযোগে ১৯ টি বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সদ্য ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়। স্ব স্ব বিভাগ থেকে নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানাতে ছিলো নানা আয়োজন। 

রবিবার (১ জুলাই) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৯ টি বিভাগে আয়োজিত হয় এই নবীনবরণ। 

উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে নবীনদের স্বাগতম জানানোর দিনে নবীন শিক্ষার্থীরাও জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ঘিরে তাদের নতুন অভিজ্ঞতার কথা। শিক্ষার্থীদের অনেকে জানায়, পছন্দের বিশ্ববিদ্যালয় এবং বিষয় দুটো পেয়ে অনেক আনন্দিত তারা। লালমাটির সবুজ এই ক্যাম্পাসের সৌন্দর্যে তারা বিমোহিত। 

আইন বিভাগে ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী আরিফা জেসমিন জানান, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হতে পেরে আমি খুবই আনন্দিত। আজকে আমাদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। এজন্য ১১ টায় সময় দেওয়া হলেও আমি আরো আগেই চলে আসছিলাম। এখানে স্যারেরা এবং আমাদের সিনিয়ররা আমাদেরকে খুবই আন্তরিকভাবে আমাদেরকে বরণ করে নিয়েছেন। এবং অনুপ্রেরণামূলক কথা বলেছেন যা আমাদের পরবর্তী জীবনে চলার পথে পাথেয় হিসেবে কাজ করবে।' 

পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী মো. ইমরান জানান, 'আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল নিজেকে পাবলিকিয়ান পরিচয় দেওয়ার। অনেক চেষ্টা করেও যখন কোন জায়গায় চান্স হচ্ছিল না তখন অনেক চেয়েছিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার। আলহামদুলিল্লাহ আমি এখন একজন কুবিয়ান। এত সুন্দর ক্যাম্পাস আর সিনিয়রদের সহযোগিতা ও ভালোবাসা পেয়ে আমরা অনেক আনন্দিত।' 

এসময় অনুভূতি প্রকাশ করতে গিয়ে চাঁদপুর থেকে আগত আরেক নবীন শিক্ষার্থী নাফজান হাসানাত নোহা জানান, 'বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে ভালো লাগছে, সিনিয়ররা খুবই আন্তরিক। তারা আমাদের নবীন বরণের আয়োজন অনেক সুন্দর করে করেছে, বিশ্ববিদ্যালয়ের পরিবেশও ভালে লাগছে। আশাকরি বিশ্ববিদ্যালয় জীবন ভালো করে কাটাতে পারবো।' 

নবীনবরণে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, 'গুচ্ছ থেকে বেরিয়ে এসে আমরা এইবার ভালোমানের শিক্ষার্থী পেয়েছি এবং আমরা পূর্বের ঘোষণা অনুযায়ী আজকে ক্লাশ শুরু করতে পেরেছি এইজন্য আলহামদুলিল্লাহ। আমরা চাই নতুন ছাত্র-ছাত্রীরা যাতে র‍্যাগিংয়ের শিকার না হয়। তারা যেন নির্বিঘ্নে ক্যাম্পাসে চলা ফেরা করতে পারে এবং নিজেদের প্রতিষ্ঠানটি উপভোগ করতে পারে। নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকে একটি বই বের করেছি যেখানে তাদের জন্য দিক- নির্দেশনা রয়েছে।'


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন