শুক্রবার, ২৭ জুন ২০২৫
Natun Kagoj

৮ ঘণ্টার কাজের পক্ষে দীপিকার পাশে অজয় দেবগন

৮ ঘণ্টার কাজের পক্ষে দীপিকার পাশে অজয় দেবগন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

‘অ্যানিমেল’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের মধ্যে চলমান বিতর্কে এবার দীপিকার পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা অজয় দেবগন।

বিতর্কের সূত্রপাত হয়, যখন দীপিকা তার মাতৃত্বকালীন অবস্থার কারণে সিনেমার শুটিংয়ে দৈনিক ৮ ঘণ্টার বেশি সময় কাজ করতে না চাওয়ার শর্ত দেন। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এই শর্ত মানতে রাজি না হয়ে দীপিকাকে বাদ দেন এবং মাত্র ৪ কোটি টাকায় তৃপ্তি দিমরিকে কাস্ট করেন— যেখানে দীপিকার পারিশ্রমিক দাবি ছিল ২০ কোটি টাকা।

পরিচালক দীপিকার এই সীমাবদ্ধতাকে ‘নারীবাদী শর্ত’ বলে উল্লেখ করে সামাজিক মাধ্যমে তাকে কটাক্ষও করেন। এমনকি তিনি অভিযোগ করেন, দীপিকা নাকি সিনেমার স্ক্রিপ্টও লিক করে দিয়েছেন।

তবে দীপিকার এই অবস্থানকে এবার প্রকাশ্যে সমর্থন জানালেন অজয় দেবগন। সম্প্রতি ‘মা’ সিনেমার ট্রেলার লঞ্চ ইভেন্টে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন,

“এতে খারাপ কিছু নেই। বেশিরভাগ সৎ চলচ্চিত্র নির্মাতারই এতে সমস্যা হওয়ার কথা নয়। মায়েরা যে কোনো পেশাতেই সাধারণত ৮ থেকে ৯ ঘণ্টার শিফটে কাজ করেন — এটাই স্বাভাবিক।”

এই মন্তব্যের আগে অভিনেত্রী কাজলও বলেন, “আমার মনে হয় এটা খুব ভালো প্রস্তাব।” যদিও কাজলের বক্তব্য সম্পূর্ণ হওয়ার আগেই অজয় দেবগন দ্ব্যর্থহীনভাবে দীপিকার পক্ষে অবস্থান নেন।

এদিকে দীপিকার প্রতি পরিচালকের এমন আচরণ নিয়ে বলিউডের অনেকেই অসন্তোষ প্রকাশ করছেন। অনেকেই মনে করছেন, মা হওয়ার পর কর্মজীবনে ভারসাম্য রাখার চেষ্টাকে ‘নারীবাদ’ বলে অবমূল্যায়ন করা অনুচিত।

দীপিকার পক্ষ নেওয়ায় অজয় দেবগনের এ বক্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হচ্ছে। মা হওয়ার পর কাজের পরিবেশ ও সময় নিয়ে বলিউডে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন