সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • নারী ফুটবল দলের জন্য অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখে পৌঁছেছে: ইউএনএফপিএ গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল
  • পবিত্র আশুরায় ঢাকায় ঐতিহাসিক তাজিয়া মিছিল শুরু

    পবিত্র আশুরায় ঢাকায় ঐতিহাসিক তাজিয়া মিছিল শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র আশুরা উপলক্ষে গভীর শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় শুরু হয়েছে ঐতিহাসিক তাজিয়া মিছিল। রোববার (৬ জুলাই) সকাল ১০টার পর পুরান ঢাকার লালবাগে অবস্থিত চারশ বছরের প্রাচীন হোসেনি দালান ইমামবাড়া থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই শোকযাত্রা।

    ভোর থেকেই ইমামবাড়ায় জড়ো হতে থাকেন ঢাকাসহ আশপাশের এলাকা থেকে আগত হাজারো শিয়া মুসলিম। শোকের প্রতীক হিসেবে অধিকাংশ অংশগ্রহণকারী কালো পোশাক পরেছিলেন। অনেকের হাতে ছিল কারবালার স্মৃতিকে ধারণকারী প্রতীক—ছুরি, আলাম, নিশান, বেস্তা ও বইলালাম।

    শোকাবহ পরিবেশে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে ভারী হয়ে ওঠে আশপাশের পুরো এলাকা। আবেগঘন এই শোকযাত্রাটি আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

    মিছিলে অংশ নেওয়া মহব্বত নামের এক অংশগ্রহণকারী বলেন, “এই দিনটি আমাদের জন্য শোকের। ইমাম হোসেন (আ.) ও তাঁর পরিবারের শহীদ হওয়ার ঘটনাকে আমরা হৃদয়ে ধারণ করি। প্রতিবছর এই মিছিলে অংশ নিয়ে তাঁদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”

    মিছিলে নিরাপত্তা নিশ্চিত করতে হোসেনি দালান ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। মোতায়েন রয়েছে সেনাবাহিনী, র‍্যাব, সোয়াট এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

    উল্লেখ্য, হিজরি ৬১ সালের ১০ মুহাররম, কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনীর হাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (আ.) ও তাঁর পরিবার নির্মমভাবে শহীদ হন। সেই স্মৃতিকে কেন্দ্র করে প্রতিবছর শিয়া সম্প্রদায় আশুরার দিন তাজিয়া মিছিলের আয়োজন করে থাকেন।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন