সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক নতুন প্রস্তাবে স্থবিরতা, জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে উদ্বেগ: ফখরুল যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির জনসমক্ষে আত্মপ্রকাশ বাংলাদেশে জঙ্গি তৎপরতার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • বাংলাদেশের নারীদের দাপট:

    ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমার পরাস্ত

    ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমার পরাস্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত জোড়া গোলে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এই চমকপ্রদ জয় লাল-সবুজদের নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনাকে আরও জোরালো করে তুলেছে। 

    এই জয়ের ফলে গ্রুপ 'সি'-এর শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। পরের ম্যাচে তুর্কমেনিস্তানকে হারাতে পারলেই প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশ, যা দেশের নারী ফুটবলের ইতিহাসে একটি মাইলফলক হবে।

    এই ম্যাচের ফল অনেকটাই নির্ধারণ করে দিচ্ছিল কে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ২০২৬ সালের এশিয়ান কাপের মূল পর্বে খেলবে। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছিল, তবে শক্তি, মাঠ এবং গ্যালারির সমর্থনে এগিয়ে থাকায় মিয়ানমার ছিল পরিষ্কার ফেভারিট।

    কিন্তু মাঠে নামার পর সেই সমস্ত হিসাব-নিকাশ ছাপিয়ে গিয়েছেন বাংলাদেশি ফুটবলাররা। অতীতে দুইবার এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিয়ে ৫ ম্যাচে কোনো জয় না পাওয়া বাংলাদেশ এবার টানা দুই ম্যাচ জিতে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার দৌড়ে এগিয়ে গেল।

    ১৮তম মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন ঋতুপর্ণা চাকমা। তহুরা খাতুনকে ফাউল করার পর বক্সের কর্নার থেকে ফ্রিকিক পায় বাংলাদেশ। ঋতুপর্ণার নেওয়া প্রথম শটটি প্রতিপক্ষের মানবপ্রাচীরে প্রতিহত হলেও ফিরতি বলে তার দুর্দান্ত বাঁ-পায়ের শট জালে জড়ায়।

    ২৫তম মিনিটে আরেকটি সুযোগ আসে। বাম প্রান্ত থেকে ঋতুপর্ণার ক্রসে শামসুন্নাহার জুনিয়র বলের কাছে থাকলেও গোল করতে ব্যর্থ হন।

    তবে ৭১তম মিনিটে আবারও নিজের মুন্সিয়ানা দেখান ঋতুপর্ণা। বাম প্রান্ত দিয়ে ঢুকে বাঁ-পায়ের দারুণ কোনাকুনি শটে বল পাঠান মিয়ানমারের জালে। দর্শনীয় সেই গোল আজীবন মনে রাখবে অনেকেই। ৮৯ মিনিটে মিয়ানমারের হয়ে উইন উইন একটি গোল শোধ করলেও তা ম্যাচের ভাগ্য বদলাতে পারেনি।

    পিটার বাটলারের শিষ্যরা শেষ পর্যন্ত এই ২-১ ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়েন জয় নিয়ে। এই জয় বাংলাদেশের জন্য শুধু একটি ম্যাচ জয় নয়, বরং নারীদের আন্তর্জাতিক ফুটবলে নিজেদের নতুন উচ্চতায় পৌঁছানোর অগ্রদূত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ