সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক
  • দুর্দান্ত খেলে সমতায় ফিরল বাংলাদেশ

    দুর্দান্ত খেলে সমতায় ফিরল বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল বাংলাদেশ। সিরিজে টিকে থাকার লড়াইয়ে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে টাইগাররা। তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমনের হাফ-সেঞ্চুরি এবং তানভীর ইসলামের দুর্দান্ত স্পিন বোলিংয়ে ১৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ, ফলে সিরিজ এখন ১-১ সমতায়।

    টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ ২৪৮ রানে অলআউট হয়। ইনিংসের শুরুটা ভালো না হলেও ওপেনার ইমন ৬৯ বলে ৬৭ রানের দৃঢ় ইনিংস খেলে পথ দেখান। হৃদয়ও খেলেন ৫১ রানের কার্যকর এক ইনিংস। শেষ দিকে তানজিম হাসান সাকিব ২১ বলে ঝোড়ো অপরাজিত ৩৩ রান করে দলের স্কোর আরও সমৃদ্ধ করেন।

    শ্রীলঙ্কার পক্ষে আসিথা ফার্নান্দো সর্বোচ্চ ৪ উইকেট নেন, ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন ৩টি, আর একটি করে উইকেট নেন চামিরা ও আসালাঙ্কা।

    ২৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। মাত্র ৬ রানেই পাথুম নিশাঙ্কাকে এলবিডব্লিউ করেন তানজিম সাকিব। এরপর তানভীর ইসলামের ঘূর্ণিতে একে একে ফেরেন মাদুশকা, কুশাল মেন্ডিস (৩১ বলে ৫০), ভেল্লালাগে এবং থিকশানা। একপর্যায়ে ১৭০ রানেই ৮ উইকেট হারিয়ে হারের মুখে পড়ে স্বাগতিক দল।

    তবে জানিথ লিয়ানাগে একাই লড়াই চালিয়ে যান। ৭৮ রানের দৃঢ় ইনিংস খেলে লঙ্কানদের জয়ের আশায় রেখেছিলেন তিনি। কিন্তু মোস্তাফিজুর রহমানের বলে আউট হয়ে গেলে সেই আশাও ফিকে হয়ে যায়।

    বাংলাদেশের ইনিংসেও ছিল নাটকীয়তা। শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারায় দল। এরপর শান্ত ও ইমন গড়েন ৬৩ রানের জুটি। শান্ত ফেরেন ৩০ রানে, কিন্তু ইমন ও হৃদয়ের ব্যাটে এগোতে থাকে স্কোর। মিরাজ আবারও ব্যর্থ হন, ফেরেন মাত্র ৯ রানে। জাকের আলী (২৪) ও হৃদয় গড়েন ৪৫ রানের জুটি, তবে হৃদয়ের রান আউটের পর দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। শেষদিকে সাকিবের ছোট কিন্তু কার্যকর ইনিংসে দল যায় ২৪৮ রানে।

    এই ১৬ রানের জয় টাইগারদের জন্য শুধু একটি ম্যাচ জয় নয়—এটি ছিল প্রয়োজনীয় আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াইও। এখন সিরিজ ১-১ সমতায়। তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নিয়েছে একরকম ফাইনালে—যেখানে জয়ের জন্য মুখিয়ে থাকবে দুই দলই।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ