সোমবার, ০৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই যমুনা অভিমুখে বিডিআর সদস্যরা, পুলিশের টিয়ার সেল ও গ্রেনেড নিক্ষেপ দেশে ফিরেছেন ৭৩ হাজার হাজি, মৃত্যু ৪৪ জনের ইয়েমেনের তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা, ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে হাজির হওয়ার নির্দেশে গেজেট প্রকাশ সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে পরিকল্পিতভাবে: মির্জা ফখরুল ইউএস বাংলার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জব্দকৃত জমি বিক্রির অভিযোগে ফের বিতর্কে তারিক সিদ্দিক
  • ৭-০ গোলের জয়ে বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ নারী দল

    ৭-০ গোলের জয়ে বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ নারী দল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতা, তবে তা একেবারেই হালকাভাবে নেয়নি পিটার বাটলারের শিষ্যরা। ইয়াঙ্গুনে অনুষ্ঠিত ম্যাচে দাপুটে খেলায় ৭-০ গোলের বিশাল জয় নিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্ব শেষ করল লাল-সবুজের প্রতিনিধিরা।

    এই বাছাইয়ে মোট আটটি গ্রুপে ভাগ হয়ে খেলা হয়। প্রতিটি গ্রুপের শীর্ষ দলই জায়গা করে নিয়েছে আগামী বছরের মূল পর্বে। বাংলাদেশ ছিল 'সি' গ্রুপে। তিন ম্যাচে টানা জয় তুলে নিয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় দলটি। এই তিন ম্যাচে দলটি করেছে ১৬ গোল, হজম করেছে মাত্র একটি, সেটিও শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে।

    পূর্ববর্তী দুটি আসরের বাছাইপর্বে জয়শূন্য থাকা বাংলাদেশ নারী দলের জন্য এবারের সাফল্য এক ঐতিহাসিক অগ্রগতি। বিশেষ করে অভিজ্ঞ ও ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মিয়ানমারকে হারানো ছিল উল্লেখযোগ্য সাফল্যের একটি মাইলফলক।

    আজকের ম্যাচে বাংলাদেশ প্রথমার্ধেই গোলবন্যা বইয়ে দেয়। মাত্র ৩ মিনিটে স্বপ্না রানী গোল করে এগিয়ে নেন দলকে। এরপর ৬ ও ১৩ মিনিটে দুটি গোল করেন শামসুন্নাহার জুনিয়র। ১৬ থেকে ২০ মিনিটের মধ্যে আরও তিনটি গোল করেন মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা এবং তহুরা খাতুন। ৪২ মিনিটে ঋতুপর্ণা তাঁর দ্বিতীয় গোল করে স্কোরলাইন দাঁড় করান ৭-০। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও ম্যাচটি ছিল একতরফা নিয়ন্ত্রণে।

    এর আগে প্রথম ম্যাচেও বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। ধারাবাহিকভাবে দুই ম্যাচে একই ব্যবধানে জয় এনে দলটি জানিয়েছে তাদের শক্ত উপস্থিতির বার্তা।

    ম্যাচ শেষে বাফুফে জানিয়েছে, দলটি আগামীকালই মিয়ানমার থেকে দেশে ফিরবে এবং মধ্যরাতেই ফুটবলারদের জন্য সংবর্ধনার আয়োজন থাকবে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ