শুক্রবার, ২৭ জুন ২০২৫
Natun Kagoj

অটোরিকশা থেকে নামিয়ে গার্মেন্টস কর্মীকে দলবদ্ধ ধর্ষণ

অটোরিকশা থেকে নামিয়ে  গার্মেন্টস কর্মীকে দলবদ্ধ ধর্ষণ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক গার্মেন্টস কর্মী (২৯) স্বামীর কাছে ফেরার পথে অটোরিকশা থেকে নামিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।

এ ঘটনায় পুলিশ থানায় মামলা গ্রহণ করে এবং গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার অপরাধ স্বীকার করেছে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুল হক জানান, ভুক্তভোগী নারী নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার গার্মেন্টসকর্মী। গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাজ শেষে অটোরিকশা করে মুন্সিগঞ্জের বালুচরে স্বামীর কাছে ফিরছিলেন তিনি।

এ সময় বালুচর এলাকার ডিসি প্রজেক্টেরের সামনে পৌঁছামাত্র অভিযুক্ত মো. রহিম (৩২) ও মো. আরিফ সরকার (৩০) অটোরিকশা থামিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীকে ধলেশ্বরী নদীর পাড়ে ঝোপঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

ওসি আরও জানান, ২১ ফেব্রুয়ারি ওই নারী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে সিরাজদিখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে রাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নুরুল ইসলাম নুরুকে গ্রেপ্তার করে পুলিশ। সে উপজেলার বালুচর ইউনিয়নের চর চসুমদ্দিন গ্রামের ওসমান গনির ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার আসামিকে দুপুরে আদালতে তোলা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান।

 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন