শনিবার, ২৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সাবেক সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এ জেড এম শামসুল আলম ইন্তেকাল করেছেন বিমানবন্দরের ‘ফ্লাইং জোনে’ মাইলস্টোন, সরানোর সুপারিশ পরিকল্পনাবিদদের নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি : নাহিদ ইসলাম দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপৎসীমার ওপরে, লোকালয়ে জলাবদ্ধতা বাংলাদেশ বিনির্মাণে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে চাইঃ এ্যানি বঙ্গোপসাগর দিয়ে সেন্টমার্টিন দ্বীপে নারী-শিশুসহ ২০ রোহিঙ্গার অনুপ্রবেশ মোহাম্মদপুরে ছিনতাই: দায়িত্বে গাফিলতির অভিযোগে ৪ পুলিশ ক্লোজড মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩, হাসপাতালে ৫০ জন মূল সংস্কার ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছে কমিশন ‘ওসি হয়েও আমার কমদামি ফোন, আপনি দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই হবেই’
  • ক্লাব বিশ্বকাপে জমজমাট শুরু, মিয়ামি-আল আহলি লড়াই অমীমাংসিত

    ক্লাব বিশ্বকাপে জমজমাট শুরু, মিয়ামি-আল আহলি লড়াই অমীমাংসিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিশান ও প্রত্যাশার মঞ্চে শুরু হলো ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫, তবে গোলের দেখা মিললো না প্রথম ম্যাচেই। যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে স্বাগতিক ইন্টার মিয়ামি মুখোমুখি হয়েছিল আফ্রিকার চ্যাম্পিয়ন আল আহলির। দুই দলেরই চেষ্টা ছিল জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার, তবে শেষ পর্যন্ত ৬০ হাজারেরও বেশি দর্শকের সামনে ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।

    নতুন আঙ্গিকে শুরু হওয়া ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে উত্তেজনার ঘাটতি ছিল না, তবে গোলের দেখা পায়নি কোনো দলই। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অবস্থিত হার্ড রক স্টেডিয়ামে ৬০,৯২৭ দর্শকের সামনে মুখোমুখি হয় স্বাগতিক ইন্টার মিয়ামি এবং আফ্রিকান জায়ান্ট আল আহলি। তবে বহু সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

    প্রথমার্ধে আধিপত্য আল আহলির
    ম্যাচের শুরু থেকেই আক্রমণে ধার দেখায় আল আহলি। মাত্র অষ্টম মিনিটেই বড় সুযোগ পায় তারা—ইমাম আশুর গোলমুখে একা চলে গেলেও কাজে লাগাতে পারেননি। এরপর ৩০ মিনিটে ওয়েসাম আবু আলির শট জালে পাঠালেও, রেফারির পতাকা উঠে যায়—অফসাইড! তবে সবচেয়ে বড় সুযোগ আসে বিরতির ঠিক আগে। ট্রেজেগে পেনাল্টি থেকে এগিয়ে দিতে পারতেন আল আহলিকে, কিন্তু বাধা হয়ে দাঁড়ান ইন্টার মিয়ামির অভিজ্ঞ গোলরক্ষক অস্কার উস্তারি।

    উস্তারির দেয়াল ভাঙতে পারেনি কেউ
    ম্যাচের নায়ক ছিলেন ৩৮ বছর বয়সী গোলরক্ষক উস্তারি। ২০২২ সালের পর এই প্রথম পেনাল্টি ঠেকালেন তিনি। শুধু তাই নয়, পুরো ম্যাচজুড়ে আটটি গুরুত্বপূর্ণ সেভ করে মিয়ামিকে হার এড়াতে সাহায্য করেন। জানুয়ারিতে ড্রেক ক্যালেন্ডার ইনজুরিতে পড়ার পর একাদশে ফেরা এই আর্জেন্টাইন প্রমাণ করে দিলেন, অভিজ্ঞতাও একধরনের অস্ত্র।

    মেসির ফিরে আসা, কিন্তু গোল নয়
    আর্জেন্টিনার হয়ে মাত্র চার দিন আগে বিশ্বকাপ বাছাইয়ে খেলে মাঠে নামেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে কিছু চোখধাঁধানো মুহূর্ত উপহার দেন তিনি। একটি ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়, ইনজুরি টাইমে তার হেড ফিরিয়ে দেন আল আহলি গোলরক্ষক এবং আরেকটি জোরালো শট লাগে ক্রসবারে। তবে সুয়ারেজ এবং মেসির মতো তারকাদের থাকা সত্ত্বেও গোলের মুখ খুলতে পারেনি ইন্টার মিয়ামি।

    চাপ বাড়ছে আল আহলির ওপর
    প্রথমার্ধে খেলা নিয়ন্ত্রণ করলেও আল আহলি গোল করতে ব্যর্থ হওয়ায় চাপে পড়েছে। তাদের গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ—পোর্তো ও পালমেইরাস, যাদের বিপক্ষে পয়েন্ট হারালে বিদায়ের শঙ্কা তৈরি হতে পারে। ২০২৩ সালের ছোট সংস্করণে তৃতীয় হওয়া আল আহলি এবার আরও ভালো কিছু করতে চায়, কিন্তু ড্র তাদের লক্ষ্য পূরণে প্রথম ধাপে ধাক্কা দিয়েছে।

    রঙিন উদ্বোধন, প্রযুক্তির ছোঁয়াও
    গ্যালারিতে ছিল উৎসবের আমেজ। স্টেডিয়ামের গ্যালারি ভরিয়ে তোলেন আল আহলি সমর্থকেরা। গোলাপি জার্সির মিয়ামি ফ্যানদের চাপা দিয়ে দেয় লাল সমর্থনের ঢেউ। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো খুশি ছিলেন এমন দর্শক সমাগমে।

    অর্ধবিরতিতে ছিল বিশেষ আয়োজন—ফুটবল কিংবদন্তিদের সঙ্গে ইউটিউবার আইশোস্পিডের ক্রসবার চ্যালেঞ্জ, যেখানে জিতেন ইতালির কিংবদন্তি ডেল পিয়েরো। আর ম্যাচে প্রযুক্তির নতুন সংযোজন ছিল ‘রেফারি ক্যাম’, যা দেখায় কীভাবে রেফারি আলিরেজা ফাঘানি সিদ্ধান্ত গ্রহণ করেন।

    শুরুর দিন, তবে অনেক আশা
    উদ্বোধনী ম্যাচে গোল না হলেও, উত্তেজনা, নাটকীয়তা আর দর্শকস্রোতে ক্লাব বিশ্বকাপ ২০২৫ জানিয়েছে তার আগমনী বার্তা—এই মঞ্চে জমবে লড়াই, রচিত হবে নতুন ইতিহাস।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ