শনিবার, ২৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • উত্তরায় ভয়াবহ ট্রাজেডি, শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড মাইলস্টোন স্কুলের ছাত্র জারিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে গণতন্ত্রকে: মির্জা ফখরুল খাগড়াছড়িতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি, নিহত ৪ ঝুঁকিহীন ও টেকসই ঋণে জোর দেবে ইউসিবি সাবেক সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামসুল আলম আর নেই বিমানবন্দরের ‘ফ্লাইং জোনে’ মাইলস্টোন, সরানোর সুপারিশ পরিকল্পনাবিদদের নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি : নাহিদ ইসলাম দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপৎসীমার ওপরে, লোকালয়ে জলাবদ্ধতা বাংলাদেশ বিনির্মাণে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে চাইঃ এ্যানি
  • সোনারগাঁ মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ আশরাফ উদ্দিনের নির্বাচনী মতবিনিময় সভা

    সোনারগাঁ মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ আশরাফ উদ্দিনের নির্বাচনী মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাজী মোঃ আশরাফ উদ্দিন।

    এ উপলক্ষে ২৫ জুলাই (শুক্রবার) তিনি কাবিলগঞ্জ জামে মসজিদে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন এবং পরবর্তীতে কুশল বিনিময় করেন। বিকেলে ইউনিয়নের কাবিলগঞ্জ বিন্নিপাড়া গ্রামে নিজ পৈতৃক ভিটাবাড়িতে সহস্রাধিক মানুষের উপস্থিতিতে এক বিশাল মতবিনিময় সভার আয়োজন করা হয়।

    সভায় হাজী মোঃ আশরাফ উদ্দিন বলেন,

    "আমি এই গ্রামের সন্তান—এখানেই আমার জন্ম, বেড়ে ওঠা এবং শিক্ষাজীবনের সূচনা। আমার সমস্ত অর্জন এই এলাকার মানুষের ভালোবাসা ও দোয়ায় সম্ভব হয়েছে। আমি চেয়ারম্যান হতে চাই না, হতে চাই আপনাদের একজন সেবক। এই গ্রামে একটি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, যাতে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। তবে এটি প্রতিষ্ঠার সময়ে কারো কোনো অসুবিধা হয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।"

    তিনি আরও বলেন,

    "আপনারা শুধু ভোটার নন—আপনারা আমার পরিবারের অংশ, আমার হৃদয়ের মানুষ। আমি আপনাদের কখনো ভোটার হিসেবে দেখিনি, ভবিষ্যতেও দেখব না। আমি আপনাদের ভাই, বন্ধু ও আপনজন হিসেবে পাশে থাকার অঙ্গীকার নিয়ে আপনাদের দোয়া প্রার্থী।"

    উক্ত মতবিনিময় সভায় হাজী মোঃ আশরাফ উদ্দিনের আপন দুই ভাই কুতুব উদ্দিন ও শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে সহযোগিতা করেন এসএসসি ’৯৪ ব্যাচের অনেক বন্ধু।

    সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ মহিউদ্দিন মেম্বার এবং সঞ্চালনায় ছিলেন অধ্যক্ষ মোঃ কামাল মোল্লা।

    উপস্থিত অতিথিদের মধ্যে আরও ছিলেন: মোঃ গিয়াসউদ্দিন, মোঃ হামিদুল হক চৌধুরী, মোঃ সিরাজুল হক চৌধুরী, ফরিদউদ্দিন মেম্বার, মোঃ হালিম, মোঃ হারুনুর রশিদ, মোঃ মজিবর মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে সভায় অংশগ্রহণ করেন।

    সভায় অংশগ্রহণকারীরা বলেন, "এ ধরনের খোলামেলা মতবিনিময় সভা গণতান্ত্রিক চর্চার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এতে প্রার্থী ও এলাকাবাসীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহমর্মিতার সম্পর্ক গড়ে ওঠে। হাজী আশরাফ উদ্দিনের বক্তব্যে একজন সেবকের বিনয়ী ও দায়িত্বশীল মনোভাব স্পষ্ট হয়েছে।"

    সভাটি স্থানীয় জনমনে ব্যাপক সাড়া ফেলেছে। হাজী মোঃ আশরাফ উদ্দিনের বক্তব্যে যেমন দায়িত্ববোধ ও আত্মসমালোচনার অভিব্যক্তি ছিল, তেমনি এলাকাবাসীর মাঝে ছিল সম্মান, ভালোবাসা ও সহযোগিতার বার্তা।

    তিনি আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন নির্দলীয় ও নিরপেক্ষ প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একজন জনদরদী, সমাজসেবক ও সহমর্মী ব্যক্তি হিসেবে তার ব্যক্তিত্ব ও কার্যক্রম এলাকায় ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছে।


    এন কে/বিএইচ/আমির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন  

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: