মাইলস্টোন স্কুলের ছাত্র জারিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর


উত্তরায় বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জারিফ ফারহান (১৩)। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
জারিফের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। সে মাইলস্টোন স্কুলের ছাত্র এবং হাবিবুর রহমান ও রাশেদা ইয়াসমিনের একমাত্র সন্তান ছিল।
এর আগে শুক্রবার (২৫ জুলাই) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিক্ষার্থী আইমান (১০) ও মাকিন (১৩) মারা যায়। তাদের শরীরের যথাক্রমে ৪৫ শতাংশ ও ৭০ শতাংশ দগ্ধ ছিল।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। রাজধানীর সাতটি হাসপাতালে এখনো ৪৮ জন আহত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মধ্যে:
জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন ১৭ জন,
সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল)–এ ১৫ জন,
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১ জন,
লুবনা জেনারেল হাসপাতালে ১ জন (পরিচয় অজ্ঞাত),
এবং ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন ১ জন।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশজুড়ে। আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা কাজ করছে।
