রবিবার, ২৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচন তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল জাতীয় বার্ন ইনস্টিটিউট: ৪ জন আশঙ্কাজনক, ২ জন সুস্থ হয়ে ফিরলেন বাড়ি নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ডিজিটাল ব্যবস্থাপনায় আসছে ওয়াকফ সম্পত্তি: ঘোষণা ধর্ম উপদেষ্টার উত্তরায় ভয়াবহ ট্রাজেডি, শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড মাইলস্টোন স্কুলের ছাত্র জারিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে গণতন্ত্রকে: মির্জা ফখরুল খাগড়াছড়িতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি, নিহত ৪ ঝুঁকিহীন ও টেকসই ঋণে জোর দেবে ইউসিবি সাবেক সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামসুল আলম আর নেই
  • সৈয়দপুরে রিকশাচালকদের মাঝে ক্যাপ ছাতা বিতরণ  

    সৈয়দপুরে রিকশাচালকদের মাঝে ক্যাপ ছাতা বিতরণ  
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অব্যাহত রোদের তীব্র তাপ থেকে খেটে খাওয়া মানুষদের স্বস্থি দিতে নীলফামারীর সৈয়দপুরে শতাধিক রিকশাচালকদের মাঝে মাথায় আটকে রাখা যায় এমন বিশেষ ধরণর ক্যাপ ছাতা বিতরণ করেছে ‘আমাদের প্রিয় সৈয়দপুর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ।

    শনিবার (২৬ জুলাই) দুপুরে শহরের জিআরপি মোড়ে (স্মৃতিঅ¤øাণ চত্তর) এলাকায় অবস্থান করা রিকশাচালকদের মাঝে ওই ক্যাপ ছাতা বিতরণ করেন সংগঠনটির সদস্যরা। মূলত গরমের সময় রিকশাচালকদের রোদ থেকে রক্ষা পেতে এবং স্বস্তি পেতে ক্যাপ ছাতা বিতরণ এই ধরনের কর্মসূচী বাস্তবায়ন করছে সংগঠনটি।

    ক্যাপ ছাতা পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন রিকশাচালকেরা। রিক্সাচালক রুস্তম, মাবুল, সুষান্ত, সেলিমসহ অন্যান্যরা জানান, দিন দিন দাবদাহ প্রকট হয়ে উঠছে। প্রতিদিন জীবিকার জন্য আমাদের বাইরে বেরোতে হয়। তখন এই প্রখর রোদে কষ্ট বেড়ে যায় অনেক। গরমে কিংবা বৃষ্টিতে রিক্সা চলানো যায় না। 

    এ সময় এই ক্যাপছাতা পেয়ে আমরা আনন্দিত। উপহার হিসেবে পাওয়া ক্যাপ ছাতা রোদ-বৃষ্টিতে তাদের উপকারে আসবে। তীব্র গরমে পাশে থাকার জন্য আমাদের প্রিয় সৈয়দপুর সংগঠনকে ধন্যবাদ জানান তারা।

    বিতরণকালে আমাদের প্রিয় সৈয়দপুর স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী, সদস্য আজিম খান, সামিউল আলিম, অনলী রাজাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন কর্মসূচির বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা নওশাদ আনসারী বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা শুরু থেকেই সে কাজটি করে আসছি। বর্তমানে আমাদের সৈয়দপুরে ভ্যাপসা গরমে কাহিল খেটে খাওয়া মানুষরা। 

    বিশেষ করে রিক্সাচালকরা রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করেন। সে প্রখর রোদে যাতে তাঁরা একটু স্বস্থিতে রিক্সা চালাতে পারেন সে জন্য তাঁদের মাঝে ক্যাপ ছাতা বিতরণ করা হয়েছে। 

    আমরা তাঁদের পাশে দাঁড়াতে পেরে অনেক আনন্দিত। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমাদের প্রিয় সৈয়দপুর পরিবার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও যাবে।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন