শনিবার, ২৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচন তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল জাতীয় বার্ন ইনস্টিটিউট: ৪ জন আশঙ্কাজনক, ২ জন সুস্থ হয়ে ফিরলেন বাড়ি নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ডিজিটাল ব্যবস্থাপনায় আসছে ওয়াকফ সম্পত্তি: ঘোষণা ধর্ম উপদেষ্টার উত্তরায় ভয়াবহ ট্রাজেডি, শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড মাইলস্টোন স্কুলের ছাত্র জারিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে গণতন্ত্রকে: মির্জা ফখরুল খাগড়াছড়িতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি, নিহত ৪ ঝুঁকিহীন ও টেকসই ঋণে জোর দেবে ইউসিবি সাবেক সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামসুল আলম আর নেই
  • পঞ্চগড়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত 

    পঞ্চগড়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও আলোচনা সভা শনিবার পঞ্চগড়ের বোদা মডেল মসজিদের হল রুমে অনুষ্ঠিত হয়। 

    বোদা উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ শিষা,এন সি পির বোদা উপজেলার  প্রধান সমন্বয়কারী শিশির আশা,বাংলাদেশ ইসলামী আন্দোলন বোদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জান্নাতুল বারী মানিক,ওমেন এন্ডিং হাঙ্গদরের সাধারণ সম্পাদক মালেকা বান,জুলাই যোদ্ধা আব্দুল ছাত্তার, শহীদ সুমনের বোন মনি আক্তার, শহীদ আবু সাঈদের ছেলে মামুন ইসলাম, ছাত্র সমন্বয়ক ওমর ফারুক, জুলাই যোদ্ধা আহসান হাবীব। 
     
    এ সময় বক্তারা বলেন জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে,সুখী সমৃদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে জীবন দানকারী শহীদদের আত্মত্যাগের বিনিময়ে প্রান্তিক পর্যায়ে থেকে সকল স্তরের  মানুষের জন্য বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, নারী ও শিশুর মর্যাদা রক্ষা সহ সামাজিক নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

    সভায় সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার বলেন,বৈষম্যহীন সমাজ ব্যবস্থার প্রত্যয়ে নারী ও শিশু নির্যাতন রোধ, সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে, সুষম সমাজ ব্যবস্থা গড়ে তুলতে দায়িত্বশীলদের এগিয়ে আসতে হবে। 

    এ সময় সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ,উপজেলা সমাজসেবা বিভাগ ও মহিলা বিষয়ক বিভাগের কর্মকর্তাসহ  শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, ছাত্র সমন্বয়ক,জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতা, নারী নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে ঢাকা থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানটির উদ্বোধন ও শপথ বাক্য পাঠ করা হয়। 

    অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এর সমস্বরে ভার্চুয়াল শপথ  বাক্য পাঠ করেন।  ভার্চুয়ালি এই অনুষ্ঠানটি বড় পর্দায় প্রদর্শন করা হয়। 


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন