শনিবার, ২৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সাবেক সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এ জেড এম শামসুল আলম ইন্তেকাল করেছেন বিমানবন্দরের ‘ফ্লাইং জোনে’ মাইলস্টোন, সরানোর সুপারিশ পরিকল্পনাবিদদের নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি : নাহিদ ইসলাম দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপৎসীমার ওপরে, লোকালয়ে জলাবদ্ধতা বাংলাদেশ বিনির্মাণে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে চাইঃ এ্যানি বঙ্গোপসাগর দিয়ে সেন্টমার্টিন দ্বীপে নারী-শিশুসহ ২০ রোহিঙ্গার অনুপ্রবেশ মোহাম্মদপুরে ছিনতাই: দায়িত্বে গাফিলতির অভিযোগে ৪ পুলিশ ক্লোজড মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩, হাসপাতালে ৫০ জন মূল সংস্কার ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছে কমিশন ‘ওসি হয়েও আমার কমদামি ফোন, আপনি দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই হবেই’
  • প্রথম দিনেই মিরাজের বিশ্রাম, অনুশীলন মাঠে দেখা যায়নি

    প্রথম দিনেই মিরাজের বিশ্রাম, অনুশীলন মাঠে দেখা যায়নি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে প্রস্তুত বাংলাদেশ দল। আগামী মঙ্গলবার, ১৭ জুন থেকে শুরু হবে সিরিজের প্রথম ধাপ—দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেই লক্ষ্যে লাল বলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ইতোমধ্যে দ্বীপদেশটিতে পৌঁছে গেছেন। গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই দলে ভাগ হয়ে শ্রীলঙ্কায় যান তারা।

    সেখানে পৌঁছেই কাজ শুরু করে দিয়েছে টাইগাররা। দীর্ঘ সফরের ক্লান্তি ঝেড়ে শনিবার মাঠে নামে টেস্ট স্কোয়াডের সদস্যরা। প্রথমদিনের অনুশীলনে ছিল হালকা ফিজিক্যাল ট্রেনিং, ফিল্ডিং ড্রিল এবং বোলিং-ব্যাটিং সেশন। মূল ম্যাচের আগে কয়েকটি প্রস্তুতি সেশন রেখেছে টিম ম্যানেজমেন্ট, যাতে কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারেন ক্রিকেটাররা।

    এই সফরে টেস্টের পর অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ, যা আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (FTP) অংশ। পূর্ণাঙ্গ সিরিজে ভালো পারফরম্যান্স করতে মরিয়া বাংলাদেশ, বিশেষ করে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অবস্থান উন্নত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে সাকিব-মিরাজরা।

    শ্রীলঙ্কায় পৌঁছানোর পর, টাইগাররা গতকাল জিম সেশন ও একটি ভলিবল ম্যাচ খেলেছে। আজ (রোববার) গলে প্রথমবারের মতো মাঠে নেমে অনুশীলন শুরু করেছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। অনুশীলনে অংশ নিয়েছেন নাহিদ রানা, জাকের আলিরাও। তবে, মেহেদী হাসান মিরাজকে অনুশীলনে দেখা যায়নি।

    করোনা সতর্কতার অংশ হিসেবে, মিরাজকে শ্রীলঙ্কার বিমানবন্দরে মাস্ক পরিহিত অবস্থায় দেখা গেছে। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, জ্বরের কারণে তিনি অনুশীলনে অংশ নিতে পারেননি। সামনে ওয়ানডে সিরিজে অধিনায়ক হিসেবে তার প্রথম পরীক্ষা।

    বাংলাদেশ দলের জন্য এই সফরটি গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজের নেতৃত্বে প্রথম সিরিজ। টেস্ট সিরিজ শেষে ২, ৫ ও ৮ জুলাই অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। এটি মিরাজের অধিনায়কত্বের প্রথম বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।

    দলের প্রস্তুতি ও মিরাজের ফিটনেস পরিস্থিতি নিয়ে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পরবর্তী তথ্য জানানো হবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ