শনিবার, ২৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সাবেক সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এ জেড এম শামসুল আলম ইন্তেকাল করেছেন বিমানবন্দরের ‘ফ্লাইং জোনে’ মাইলস্টোন, সরানোর সুপারিশ পরিকল্পনাবিদদের নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি : নাহিদ ইসলাম দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপৎসীমার ওপরে, লোকালয়ে জলাবদ্ধতা বাংলাদেশ বিনির্মাণে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে চাইঃ এ্যানি বঙ্গোপসাগর দিয়ে সেন্টমার্টিন দ্বীপে নারী-শিশুসহ ২০ রোহিঙ্গার অনুপ্রবেশ মোহাম্মদপুরে ছিনতাই: দায়িত্বে গাফিলতির অভিযোগে ৪ পুলিশ ক্লোজড মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩, হাসপাতালে ৫০ জন মূল সংস্কার ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছে কমিশন ‘ওসি হয়েও আমার কমদামি ফোন, আপনি দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই হবেই’
  • দেশের জার্সি গায়ে পরেই আবার ক্লাবের লড়াইয়ে শামিত

    দেশের জার্সি গায়ে পরেই আবার ক্লাবের লড়াইয়ে শামিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ১০ জুন, এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নতুন একটি অধ্যায়ের সূচনা করলেন শামিত সোম। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে তার অভিষেক হয়ে গেল সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে। যদিও ম্যাচের ফলাফল বাংলাদেশের পক্ষে ছিল না—২-১ গোলে পরাজিত হয় জামাল ভুঁইয়ারা। তবে ওই ম্যাচে শামিতের পারফরম্যান্স যেন এক নতুন আশার বার্তা।

    অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে মাঠে নামা শামিত আত্মবিশ্বাসী ফুটবল খেলে দ্রুতই নজর কাড়েন। বল নিয়ন্ত্রণ, পাসিং, আর জায়গা তৈরি করার ক্ষমতা দিয়ে বুঝিয়ে দেন—এই তরুণের মধ্যে ভবিষ্যতের অনেক সম্ভাবনা লুকিয়ে আছে। মাঠে তার উপস্থিতি যেন দলের ছন্দে এক নতুন মাত্রা যোগ করেছিল।

    সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষে পরের দিনই কানাডার মাটিতে ফিরে যান শামিত সোম। মাত্র দুইদিনের স্বল্প সময় পেয়ে আবারো মাঠে নামার প্রস্তুতি নেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার, যেন তার ফুটবলের জ্বালা থামার নয়।

    শনিবার (১৪ জুন) সন্ধ্যায় কানাডা প্রিমিয়ার লিগের ম্যাচে ক্যাভালরি এফসির জার্সিতে দেখা যায় তাকে। ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই শামিতকে একাদশে রাখেন কোচ টমি হুইলডন জুনিয়র, যেন তাকে নিয়ে দল বিশ্বাস প্রদর্শন করে। মাঠে প্রবেশ করার পর থেকেই তার খেলার ছন্দ ও উদ্যম চোখে পড়ে, কিন্তু ৬৮ মিনিটের মাথায় করুণভাবে নামানো হয় তাকে। হয়তো এক ঝলকে ম্যাচের গতিপ্রবাহ বদলে দেওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে যায়।

    কিন্তু ম্যাচের ফলাফলে ক্যাভালরির ভাগ্যে ছিল হতাশা—১-১ গোলে ড্র করে তারা ম্যাচ শেষ করে। জয় থেকে মাত্র একদম কাছাকাছি থাকা দলের পারফরম্যান্স এমন অবস্থায় স্বপ্ন পূরণ থেকে দূরে সরে যায়।

    তবু, ক্যাভালরি এখনো লিগে শক্ত অবস্থানে রয়েছে। ১০ ম্যাচে সংগ্রহ করেছে ১৮ পয়েন্ট, যা তাদের টেবিলের দ্বিতীয় স্থানে অবিচল রাখছে। শীর্ষে থাকা অ্যাতলেতিকো এখনও সামান্য এগিয়ে রয়েছে ২১ পয়েন্ট নিয়ে।

    শামিতের মতো তরুণ তারকা থাকায় ক্যাভালরির জন্য বাকি লিগ আরো উত্তেজনাপূর্ণ হতে চলেছে। তার প্রত্যাবর্তন ও পারফরম্যান্স দলের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে—এটাই এখন খেলা দেখার মজাই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ