শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে ছিনতাই: দায়িত্বে গাফিলতির অভিযোগে ৪ পুলিশ ক্লোজড মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩, হাসপাতালে ৫০ জন মূল সংস্কার ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছে কমিশন ‘ওসি হয়েও আমার কমদামি ফোন, আপনি দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই হবেই’ মাইলস্টোন ট্র্যাজেডি: ‘আমি ভালো আছি’ বলেই মৃত্যুকে আলিঙ্গন করলো মাহতাব বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত, একজনের মরদেহ ভারতের হাসপাতালে রাজস্থানে স্কুলের ছাদ ধসে ৪ শিশুর মৃত্যু, অনেকেই ধ্বংসস্তূপে আটকা সবজি-মুরগি-মাছের দাম চড়া, স্বস্তি নেই চালেও আ. লীগের আমলে নিহতদের তালিকা তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার গৌরীপুরের মারুফা বিসিএস ক্যাডার হতে চায়
  • ফাহমিদুলের দেশে ফেরার ইঙ্গিত: ঢাকার লিগে সুযোগ কি আসছে?

    ফাহমিদুলের দেশে ফেরার ইঙ্গিত: ঢাকার লিগে সুযোগ কি আসছে?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফাহমিদুল ইসলামকে ঘিরে দেশের ফুটবল মহলে উত্তেজনা কম হয়নি। নানা প্রতিকূলতা পেরিয়ে শেষমেশ জাতীয় দলের জার্সি গায়ে ওঠার গৌরব অর্জন করেছেন এই তরুণ তারকা। অভিষেক ম্যাচেই দর্শকদের মন জয় করেছেন তার দ্রুতগতি ও চমকপ্রদ কৌশল দিয়ে। ঘরের মাঠে ভুটান ও সিঙ্গাপুরের বিরুদ্ধে তার অসাধারণ পারফরম্যান্স ভবিষ্যতের জন্য উজ্জ্বল সম্ভাবনার বার্তা দিয়েছে।

    ফাহমিদুল বর্তমানে ইতালির চতুর্থ বিভাগে খেলছেন। এবার তাকে দেশের ঢাকার লিগে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথমদিকে তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল বসুন্ধরা কিংস ও আবাহনী, কিন্তু এখন প্রধান মনোযোগ ব্রাদার্স ইউনিয়নের দিকে।

    ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান, যিনি একই সঙ্গে বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজারও, জানিয়েছেন যে ফাহমিদুলকে দলে আনার ব্যাপারে তারা আলোচনা চালাচ্ছে। একটি দেশের গণমাধ্যমকে তিনি বলেন, ‘ফাহমিদুল তো আমাদের পরিকল্পনায় আছেন, এছাড়া আরও কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথাবার্তা চলছে। আমাদের দলের হয়ে আগে জামাল ভূঁইয়া খেলেছে, এমন অনেক প্রতিভা আনার চেষ্টা করবো।’

    তবে প্রশ্ন থেকে যায়, বিদেশের লিগ ছেড়ে ফাহমিদুল দেশের লিগে ফিরবেন কিনা। কারণ দেশের ফুটবলে এখনো অনেক অগ্রগতি বাকি আছে, মাঠ ও খেলার মান উন্নয়ন প্রয়োজন। আমের খান বলেছেন, ‘দেশের ফুটবলকে এগিয়ে নিতে হলে লিগের কাঠামো ও মানদণ্ডে পরিবর্তন আনতে হবে, পাশাপাশি খেলোয়াড়দের জন্য ভালো মাঠ তৈরি করতেও গুরুত্ব দিতে হবে।’

    ফাহমিদুলের বর্তমান ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষের পথে, তাই এখন দেখার বিষয় তার পছন্দ কী হবে এবং ভবিষ্যতে তার পরিকল্পনা কী।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ