শনিবার, ২৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • বিমানবন্দরের ‘ফ্লাইং জোনে’ মাইলস্টোন, সরানোর সুপারিশ পরিকল্পনাবিদদের নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি : নাহিদ ইসলাম দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপৎসীমার ওপরে, লোকালয়ে জলাবদ্ধতা বাংলাদেশ বিনির্মাণে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে চাইঃ এ্যানি বঙ্গোপসাগর দিয়ে সেন্টমার্টিন দ্বীপে নারী-শিশুসহ ২০ রোহিঙ্গার অনুপ্রবেশ মোহাম্মদপুরে ছিনতাই: দায়িত্বে গাফিলতির অভিযোগে ৪ পুলিশ ক্লোজড মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩৩, হাসপাতালে ৫০ জন মূল সংস্কার ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে হিমশিম খাচ্ছে কমিশন ‘ওসি হয়েও আমার কমদামি ফোন, আপনি দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই হবেই’ মাইলস্টোন ট্র্যাজেডি: ‘আমি ভালো আছি’ বলেই মৃত্যুকে আলিঙ্গন করলো মাহতাব
  • গৌরীপুরের মারুফা বিসিএস ক্যাডার হতে চায়

    গৌরীপুরের মারুফা বিসিএস ক্যাডার হতে চায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মানবিক শাখা হতে সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে আফরোজা আক্তার মারুফা। তার প্রাপ্ত নম্বর ১১৫৭। গৌরীপুর পৌর শহরের গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মানবিক শাখায় উপজেলায় প্রথম হয়েছে। মেধাবী এই শিক্ষার্থী ভবিষ্যতে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় অংশ নিয়ে প্রশাসন ক্যাডারে যোগ দিতে চায়।

    মারুফা আক্তার উপজেলার হিম্মতনগর গ্রামের ধান ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ আল মামুন ও গৃহিনী পারুল আক্তার দম্পত্তির বড় সন্তান। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে মারুফা সবার বড়ো। তার ছোট ভাই হাফেজ অলি উল্লাহ আল মাসুদ রামগোপালপুর জামিয়া রহমানিয়া মাদ্রাসায় মিযান শাখায় পড়াশোনা করছে। ছোট দুই বোন মারিয়াম ও মাইমুনা ৫ম ও ৪র্থ শ্রেণিতে স্থানীয় একটি মাদ্রাসা পড়াশোনা করছে।

    মারুফা ২০১৯ সালে হিম্মতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে পি.এস.সি (৫ম শ্রেণি) পাস করে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। চলতি বছর-২০২৫ সালে একই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। তাঁর এই সাফল্যে পরিবার, শিক্ষক ও স্থানীয়দের মাঝে আনন্দ বিরাজ করছে।

    আফরোজা আক্তার মারুফা জানায়, “আমি দেশ ও সমাজের জন্য কাজ করতে চাই। এজন্য প্রশাসন ক্যাডারে যোগ দেওয়া আমার স্বপ্ন।”

    গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক একেএম মাজহারুল ইসলাম পলাশ বলেন, মারুফা খুবই মেধাবী। সে কখনও ক্লাস মিস করতো না। ক্লাস পরীক্ষায় বরাবরই সে প্রথম স্থান অধিকার করেছে। সে পড়াশোনার পাশাপাশি খেলাধূলায়ও পারদর্শী।

    মারুফার বাবা মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, মেয়ের কৃতিত্বে আমরা অত্যন্ত খুশি। তার ইচ্ছা পড়াশোনা শেষ করে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে চাকরি করতে চায়। সেজন্য সবার সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেন তিনি।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন