নারায়ণগঞ্জ থেকে নেত্রকোনার হত্যা মামলার আসামী গ্রেফতার


নেত্রকোনার মদন উপজেলার বাড়বুড়ি গ্রামের কৃষক লাহুত মিয়া (৪০) হত্যা মামলার প্রধান আসামী মানিক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে র্যাব সদস্যরা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার দক্ষিণ শেয়ারচর হাজীবাড়ি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ আশরাফুল কবির মঙ্গলবার বেলা ১২টার দিকে প্রেসরিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, র্যাব-১১ (নারায়ণগঞ্জ) এর সহযোগিতায় র্যাব-১৪ (কিশোরগঞ্জ) এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
মামলার উদ্ধৃতি দিয়ে র্যাব সূত্র জানায়, মদন উপজেলার বাড়বুড়ি গ্রামের মৃত আব্দুল হাসেমের ছেলে লাহুত মিয়া গত ১১ মে তার খালাতো ভাই স্বপন মিয়ার বাড়িতে গেলে মানিক মিয়াসহ কতিপয় দুর্বৃত্ত পূর্ব বিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিতে হামলা চালায়। এতে লাহুত মিয়া গুরুতর আহত হন। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৪ মে মারা যান। এ ঘটনায় লাহুত মিয়ার বড়ভাই আবুল বায়েছ বাদী হয়ে মদন থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই আসামীরা গা ঢাকা দেয়। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ ওই মামলার প্রধান আসামী মানিক মিয়ার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় এবং তাকে গ্রেফতার করে।
র্যাব কর্মকর্তা আরো জানান, আসামী মানিক মিয়াকে জিজ্ঞাসাবাদ শেষে মদন থানায় সোপর্দ করা হয়েছে। বাকি আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
