ঢাকা-চট্টগ্রাম-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের দুরবস্থা


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের জকশিন বাজার এলাকার ঢাকা-চট্টগ্রাম-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বর্তমান অবস্থা যেন অবিশ্বাস্য। বাংলাদেশে এক ঐতিহাসিক উদাহরণ হয়ে দাঁড়িয়েছে এই সড়কটি—কারণ আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ এই অংশে এখন ইটের সলিং!
সংস্কারের অভাবে এই সড়কে বিটুমিনের বদলে ইট বিছিয়ে যান চলাচল চালিয়ে যাওয়া হচ্ছে। ফলে প্রতিদিন এই পথে চলাচলকারী হাজারো যানবাহন ও পথচারীকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। ধুলোবালি, কাঁদা এবং অসংখ্য ছোট-বড় গর্ত এই সড়ককে চলাচলের এক চরম দুর্ভোগে পরিণত করেছে।
স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীরা বলছেন, “এটি মহাসড়ক না গ্রামীণ রাস্তা—বোঝা মুশকিল!” সরকারি সাইনবোর্ডে এটি আঞ্চলিক মহাসড়ক হলেও বাস্তবে এটি এখন একবিংশ শতাব্দীর লজ্জার চিত্র।

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন