রবিবার, ২৭ জুলাই ২০২৫
Natun Kagoj

সন্দ্বীপে সুইসাইড নোট লিখে যুবকের আত্মহত্যা

সন্দ্বীপে সুইসাইড নোট লিখে যুবকের আত্মহত্যা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মারুফ গোমস্তা এলাকায় এক যুবকের আত্মহত্যার ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

নিহত যুবকের নাম আরাফাত (২৫)। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন।

রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে নিজ ভাড়া বাসায় তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে সন্দ্বীপ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত আরাফাতের বাড়ি সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নে হলেও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে দীর্ঘদিন ধরে তিনি পরিবারসহ বিভিন্ন জায়গায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। বর্তমানে তিনি মারুফ গোমস্তা এলাকার গৌ মহল্লায় ভাড়া থাকতেন।

বাড়ির মালিক ও উপজেলা কমপ্লেক্সের ব্যবসায়ী মোঃ আইয়ুব জানান, “আরাফাত তিন বছর ধরে আমার বাড়িতে ভাড়া থাকতেন। তিনি বিবাহিত, তার স্ত্রী ও একটি সন্তান ঢাকায় থাকেন। আরাফাত বেশ কিছুদিন ধরে অভাব-অনটনের মধ্যে ছিলেন। তার কোনো স্থায়ী বাসস্থান ছিল না। পূর্বে তিনি বশিরিয়া এলাকায়ও ভাড়া থাকতেন।”

আত্মহত্যার সময় আরাফাত একটি চিঠি রেখে গেছেন, যাতে লেখা রয়েছে:

“সবার কাছে ক্ষমা চাই। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার আর কিছু ভালো লাগে না, তাই নিজের জীবন নিজেই দিয়ে দিলাম।”

এ বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন,

“আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি মামলা) রুজু করা হয়েছে।”

এদিকে, আরাফাতের আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর মতে, আরাফাত একজন শান্ত স্বভাবের ও পরিশ্রমী মানুষ ছিলেন, তবে তিনি দীর্ঘদিন মানসিক ও আর্থিক চাপে ভুগছিলেন।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন