রবিবার, ২৭ জুলাই ২০২৫
Natun Kagoj

মনিরামপুরে ইয়াবাসহ গ্রেফতার ১

মনিরামপুরে ইয়াবাসহ গ্রেফতার ১
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশনায় এবং মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান এর নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে মণিরামপুর থানা পুলিশ।

গত ২৫ জুলাই ২০২৫ তারিখে মণিরামপুর থানা এলাকায় এসআই মোঃ শাহিনুর রহমান (পিপিএম) ও এএসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মুন্সীখানপুর গ্রামের আঃ সাত্তার (৩৫) নামে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। 

তার পিতার নাম মৃত আজ্জাত আলী এবং মাতার নাম মৃত ছামেলা বেগম।

অভিযানের সময় আসামির দেহ তল্লাশি করে পুলিশ ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মণিরামপুর থানায় মামলা নং-১৮, তারিখ ২৬/০৭/২০২৫ রুজু করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে মণিরামপুর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ও অপরাধ দমনে নিয়মিত এ ধরনের অভিযান চলবে।


দৈএনকে/ জে. আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন