তীর্থযাত্রীদের হুড়োহুড়িতে মানসা দেবী মন্দিরে নিহত ৬


ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বারে অবস্থিত মানসা দেবী মন্দিরে রোববার (২৭ জুলাই) সকালে ভয়াবহ পদদলনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ থেকে ১৫ জন তীর্থযাত্রী।
প্রত্যক্ষদর্শী ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, ভোরের দিকে মন্দিরে প্রবেশের জন্য ব্যাপক ভিড় জমে। এ সময় কেউ একজন চিৎকার করে বলেন, ‘তারে বিদ্যুৎ আছে!’—এ কথায় উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই শুরু হয় হুড়োহুড়ি এবং মানুষ একে অন্যকে চাপা দিতে থাকে।
স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের অধিকাংশই নারী ও বয়স্ক বলে জানিয়েছে হরিদ্বার পুলিশ প্রশাসন।
হরিদ্বার জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে মন্দির এলাকায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতার বিষয়টিও খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য, শ্রাবণ মাস উপলক্ষে মানসা দেবী মন্দিরে হাজারো তীর্থযাত্রী ভিড় জমান। বিশেষত রবিবার ও উৎসব উপলক্ষে ভিড় অনেক বেড়ে যায়, যা নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
হরিদ্বার জেলা ম্যাজিস্ট্রেট ময়ূর দীক্ষিত জানান, গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। উদ্ধার ও ত্রাণে কাজ করছে এসডিআরএফ ও পুলিশ বাহিনী।
