রবিবার, ২৭ জুলাই ২০২৫
Natun Kagoj

সাংবাদিক নঈম নিজামসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাংবাদিক নঈম নিজামসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বাংলা ইনসাইডার পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।

রোববার (২৭ জুলাই) ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, মামলায় ধার্য তারিখে তারা আদালতে হাজির না হওয়ায় এই পরোয়ানা জারি করা হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া জানান, সিআইডি গত বছরের ২০ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করে এবং চলতি বছরের ২ জুন আদালত তা আমলে নেয়। পরবর্তীতে আসামিদের হাজির হওয়ার জন্য সমন জারি করা হলেও তারা আদালতে উপস্থিত হননি। বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেন।

মামলাটি ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি ব্যারিস্টার এম সারোয়ার হোসেন দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৭ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিন–এ ‘নুসরাতকে দিয়ে বিচ্ছু সামশু সিন্ডিকেটের ফের ষড়যন্ত্রমূলক মামলা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়, যেখানে ব্যারিস্টার সারোয়ারের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়। এছাড়া বাংলা ইনসাইডার–এও ‘কে এই সারোয়ার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়।

বাদীপক্ষ দাবি করেন, তিনি নুসরাতের আইনজীবী ছিলেন না; কেবল একটি নারাজি আবেদনের শুনানিতে অংশ নিয়েছিলেন। মামলায় আরও চারজনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে একটি ফেসবুক পেইজের অ্যাডমিন, বর্ণনাকারী, ভিডিও প্রস্তুতকারী ও টেকনিশিয়ান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন