বিতর্কিত' ৩ নির্বাচনের ভোটগ্রহণ কর্মকতাদের তথ্য চেয়ে ইসির চিঠি


পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ভোটগ্রহণ কর্মকর্তাদের বিস্তারিত তথ্য চেয়েছে। একটি চলমান মামলার তদন্তের অংশ হিসেবে এই অনুরোধ জানানো হয়।
পিবিআইয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় তথ্য সংগ্রহে ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে ইসি সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের কাছে একটি চিঠি পাঠিয়েছে।
২০২৪ সালের ২২ জুন ঢাকার শেরে বাংলা নগর থানায় ভোটে অনিয়মের অভিযোগে একটি মামলা হয়। ওই মামলার তদন্তে তথ্য প্রয়োজন হওয়ায় ৩ জুলাই পিবিআই চিঠি দিয়ে ইসির কাছে তিন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের বিস্তারিত তথ্য চায়।
জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন ৬৪ জেলার জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার। সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকেন উপজেলা নির্বাহী অফিসাররা (ইউএনও)। জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা মাঠপর্যায়ে ভোটের তদারকিতে যুক্ত থাকেন।
প্রতি জাতীয় নির্বাচনে প্রায় ২ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা—প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে নিয়োজিত থাকেন। এখন পিবিআইয়ের চাহিদা অনুযায়ী তাদের সম্পর্কে তথ্য তৈরি করছে ইসি।
