সন্দ্বীপে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) বিকেল ৩টায় সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সস্থ দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশা। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।সমাবেশটি সঞ্চালনা করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর ও পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন:সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর,জাহাঙ্গীর হোসেন,কাউছার আহম্মেদ চেয়ারম্যান,আশরাফ উদ্দিন জনি,গাজী মোঃ হানিফ,নাসিরুল কবির মনির তালুকদার,সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামশেদুর রহমান,পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশাররফ হোসেন,যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম শিমুল,নাজিম কমিশনার ও মাইনউদ্দীন,সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য আবদুল বাকের,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ফোরকান উদ্দিন রিজভী,চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন,উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খান,সদস্য সচিব এম এ আজিজ,সন্দ্বীপ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম, শামু,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিস আকতার টিটু,সন্দ্বীপ পৌরসভা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আফসার উদ্দীন,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম,পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মনির উদ্দিন,সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শিবলী নোমানী।
অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানান এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদারের আহ্বান জানান।
