যারা নির্বাচন চায় না তাদের রাজনৈতিক দলের প্রয়োজন নেই: আমীর খসরু


নির্বাচনপ্রক্রিয়ায় বিশ্বাস না থাকলে তাদের রাজনৈতিক দলের অস্তিত্বেরই প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২১ জুলাই) বিকেলে চট্টগ্রামের কাজীর দেউরীস্থ বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
‘সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচারের প্রতিবাদে’ জাতীয়তাবাদী শ্রমিকদল এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেন, ‘যারা নির্বাচন চায় না; নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদের রাজনৈতিক দল করার প্রয়োজন নেই; তারা প্রেসার গ্রুপ হিসেবে থাকলেই চলে।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যারা ব্যক্তিগত চরিত্র হননে নেমেছেন, রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে অশালীন মন্তব্য করছেন– বাংলাদেশের রাজনীতিতে তাদের কোনো ভবিষ্যৎ নেই।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলার মানুষ পরিবর্তন চায়, আর সে জন্য নির্বাচন দরকার। যারা নির্বাচন চায় না তারা দেশের অশান্তি চায়।’
বিক্ষোভ সমাবেশের পরে একটি মিছিল বের করে শ্রমিকদলের নেতাকর্মীরা। নানা পথ ঘুরে মিছিলটি চট্টগ্রাম নিউমার্কেটে গিয়ে শেষ হয়।
