চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাগরিকার চার গোলের প্রতিশোধ


কিংস অ্যারেনায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে সোমবার রাতে নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপাল। ড্র করলেই শিরোপা নিশ্চিত হওয়ার সমীকরণ ছিল বাংলাদেশের সামনে। তবে লাল-সবুজের মেয়েরা গোল বন্যা বইয়ে দিয়ে ৪-০ ব্যবধানে নেপালকে উড়িয়ে দেয় এবং অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হয়।
ম্যাচে একাই চার গোল করে নায়ক হয়ে ওঠেন ১৭ বছর বয়সী ফরোয়ার্ড সাগরিকা। আগের দেখায় নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় ছিলেন তিনি। ফিরে এসেই চার গোল করে যেন প্রতিশোধ নিলেন এই প্রতিভাবান ফুটবলার।
প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করেন সাগরিকা। ম্যাচজুড়ে নেপালের রক্ষণভাগকে চাপে রাখে বাংলাদেশের আক্রমণভাগ। সাগরিকার গতি, বল কন্ট্রোল এবং ফিনিশিং ছিল অনবদ্য। ম্যাচের ৭১ মিনিটে অফসাইড না হলে পঞ্চম গোলটিও পেতে পারতেন তিনি। তবু মাত্র তিন ম্যাচে করলেন ৮ গোল, যার মধ্যে রয়েছে দুটি হ্যাটট্রিক।
ম্যাচের ৭ মিনিটেই স্বাগতিক দলকে এগিয়ে দেন সাগরিকা। এরপর দ্বিতীয়ার্ধে ৫১, ৫৮ ও ৭৭ মিনিটে আরও তিন গোল করেন তিনি। জয়নব বিবির লং পাস কিংবা উমেলা মারমার অ্যাসিস্ট—সবকিছুতেই সাগরিকার দারুণ সংযোগ লক্ষ্য করা যায়।
এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে শীর্ষে থেকে পঞ্চমবারের মতো শিরোপা জিতল বাংলাদেশ অনূর্ধ্ব–২০ নারী দল। দ্বিতীয় স্থানে থাকা নেপালের পয়েন্ট ১২।
গতবারের শিরোপা ধরে রাখা, কোচ পরিবর্তনজনিত ঝড় পেরিয়ে নতুন দল গঠন এবং এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার মতো ইতিহাসের ধারাবাহিকতায় এই জয় যেন আরও এক নতুন অধ্যায়ের সূচনা।
ম্যাচের আগে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এন কে/বিএইচ
