মাইলস্টোনের শিক্ষার্থীদের জন্য প্রার্থনায় দেশের ক্রিকেটাররা


রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের পাশেই একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর। ঘটনায় একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সোমবার (২১ জুলাই) বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে, তবে উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই দুর্ঘটনার শিকার হয় বিমানটি।
বিধ্বস্তের পরপরই ঘটনাস্থলে ছুটে আসে উদ্ধারকারী দল ও নিরাপত্তা বাহিনী। দুর্ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানের ধরন, প্রশিক্ষণ মিশনের ধরণ এবং দুর্ঘটনার কারণ তদন্তাধীন। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয় এবং এলাকা ঘিরে রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে।
এমন মর্মান্তিক ঘটনায় বেশ মর্মাহত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মাইলস্টোন কলেজের জন্য দোয়া চেয়েছেন।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এক ফেসবুক পোস্টে লিখেছেন, 'উত্তরায় প্রশিক্ষন বিমান বিধ্বস্ত ও মাইলস্টোন স্কুল-কলেজে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর শোক, সহানুভূতি জানানোর ভাষা নেই। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনায় শামিল হই— হে আল্লাহ, সকলকে হেফাজতে রাখুন এবং এ ধরনের দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করুন। আমিন।'
এছাড়া বর্তমান ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও মাইলস্টোন কলেজের জন্য দোয়া চেয়েছেন। গতকাল পাকিস্তানের বিপক্ষে ফিফটি করা পারভেজ হোসেন ইমনও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
স্পিনার শেখ মেহেদী সবাইকে সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে লিখেছেন, 'মাইলস্টোন কলেজের ওপরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আগুন ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসের বিল্ডিংয়ে। সবাই দোয়া করুন। সবাই সাহায্যে এগিয়ে আসুন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন।'
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলি ফেসবুকে এক পোস্টে লিখেছেন, 'হে আল্লাহ, আহতদের জন্য কষ্ট কমিয়ে দিন এবং বিমান দুর্ঘটনায় নিহতদের জান্নাত দান করুন।'
