মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাগরিকার চার গোলের প্রতিশোধ বিমান বিধ্বস্ত: নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে জরুরি যোগাযোগ নম্বর চলতি সপ্তাহে শেষ হতে পারে সংসদীয় সীমানা নির্ধারণের কাজ দুর্নীতি-অনিয়মে ডুবেছেন গণপূর্তের প্রকৌশলী ময়নুল যারা নির্বাচন চায় না তাদের রাজনৈতিক দলের প্রয়োজন নেই: আমীর খসরু ৬ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬৪ জন: আইএসপিআর মাইলস্টোনে বিমান বিধ্বস্ত, হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক ও সমবেদনা বিমান বিধ্বস্তে নিহত বেড়ে দাঁড়াল ১৯ জনে উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল জুনিয়র শিক্ষার্থীদের
  • ফুলবাড়ী সরকারি কলেজে স্নাতক শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ 

    ফুলবাড়ী সরকারি কলেজে স্নাতক শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের শ্রেণি পাঠ শুরু ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২১ জুলাই) সকাল ১০টা থেকে কলেজের রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, দর্শন, গণিত ও ইংরেজি বিভাগে একযোগে শ্রেণি পাঠ উদ্বোধন এবং নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

    প্রতিটি বিভাগে পৃথকভাবে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেণি পাঠের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মো. হুমায়ুন রেজা কবীর। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শিক্ষা শুধু পরীক্ষায় পাস করার জন্য নয়, একটি দায়িত্ববান নাগরিক গড়ে ওঠার মাধ্যম। তোমাদের সৎ, পরিশ্রমী ও মানবিক হতে হবে।”

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আহসান হাবীব ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. রিপন মিয়া। তাঁরা নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে উচ্চশিক্ষার আদর্শে গড়ে ওঠার আহ্বান জানান।

    অনুষ্ঠানে অনার্স কোর্স ভর্তি কমিটির আহ্বায়ক ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আহমেদুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামীম আকতার, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আমিনুল ইসলাম, গণিত বিভাগের প্রভাষক এম. জি. এম. আল ফারুক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহায়মেনুল আরেফিন, রসায়ন বিভাগের প্রভাষক মো. মনির উজ জামান মুন, দর্শন বিভাগের প্রভাষক নুরনবী ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক আফরুজুল হায়া, দর্শন বিভাগের প্রভাষক ও রোভার স্কাউটের লিডার পল্লাদ চন্দ্র রায়।

    অনুষ্ঠান শেষে নবাগত শিক্ষার্থীরা শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে দিকনির্দেশনা পেয়ে নিজেদের নতুন পথচলার প্রেরণা অনুভব করেন। কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরাও এ আয়োজনে উপস্থিত ছিলেন।
     
    নবীনবরণ উপলক্ষে কিছু বিভাগে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, কবিতা ও শুভেচ্ছা বক্তব্যও অনুষ্ঠিত হয়। কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী ছিল উৎসবমুখর পরিবেশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন