ঢাকাসহ জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা চেয়ে রিট


রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য ঘনবসতিপূর্ণ এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও যুদ্ধবিমান উড্ডয়ন নিষিদ্ধে নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
একই রিটে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সুষ্ঠু তদন্তের স্বার্থে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিএনপি কেন্দ্রীয় নেতা আইনজীবী জয়নুল আবেদীন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চে দুপুরে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে।
এরআগে গতকাল সোমবার দুপুরে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় বিমানবাহিনীর এফ-সেভেন বিজিআই যুদ্ধবিমান। আছড়ে পড়ে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই ঘটে বিস্ফোরণ, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে স্কুলের কয়েকটা রুমে।
এতে এখন পর্যন্ত ২৭ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন শিক্ষার্থী-শিক্ষকসহ অনেকে। নিহত হয়েছেন বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও।
