এশিয়া কাপ ২০২৫: ৮ দলের টুর্নামেন্টে চূড়ান্ত প্রস্তুতি


এশিয়া কাপ ২০২৫ শুরু হতে যাচ্ছে ৫ সেপ্টেম্বর, চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আয়োজক সংযুক্ত আরব আমিরাত। ঢাকায় অনুষ্ঠিত এসিসির বার্ষিক সভা শেষে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা—জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
এশিয়া কাপ ২০২৫ শুরু হচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর, চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ৮টি দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। সব ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবু ধাবির স্টেডিয়ামে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা এবার প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। এই সভায় ২৫টি সদস্য দেশের প্রতিনিধিরা সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে অংশ নিয়েছেন। তবে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই), শ্রীলঙ্কা ও আফগানিস্তান সরাসরি প্রতিনিধি না পাঠিয়ে ভার্চুয়ালি অংশ নিয়েছে।
সাম্প্রতিক সময়ের রাজনৈতিক টানাপোড়নের প্রেক্ষাপটে ভারত ও বাংলাদেশের সাদা বলের সিরিজ স্থগিত হওয়ার গুঞ্জন রয়েছে। ধারণা করা হচ্ছে, এই কারণে বিসিসিআই ঢাকায় সরাসরি উপস্থিত হতে আগ্রহ দেখায়নি। তবুও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দক্ষ কূটনৈতিক ব্যবস্থাপনায় সফলভাবে সভা আয়োজন করেছে।
ভারতের খ্যাতনামা ক্রীড়া সাংবাদিক গৌরব গুপ্তর মতে, এসিসি সভা শেষে এশিয়া কাপ ২০২৫-এর পূর্ণাঙ্গ সময়সূচি ও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।
