সোমবার, ২১ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি, বন্যা আতঙ্কে উত্তরের চার জেলা শেখ হাসিনাসহ ১০০ জনের দুর্নীতির ৬ মামলা বিচারের জন্য প্রস্তুত মিরপুরে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ফিফার টিকিট ঘোষণা: ২০২৬ বিশ্বকাপ ঘিরে প্রস্তুতি শুরু প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা রয়ে গেছে: নাহিদ ইসলাম সাবেক ৮ মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ অক্টোবর বৈশ্বিক প্রতিশ্রুতি ছাড়া টেকসই বিনিয়োগ সম্ভব নয়: সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম ম্যাচেই বাধা প্রকৃতি, বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ৪০ বছরের রপ্তানি খাতে নজিরবিহীন সংকট দেখিনি: এ. কে. আজাদ
  • মধ্যরাতে ট্রেনে অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব ডাকাতের

    মধ্যরাতে ট্রেনে অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব ডাকাতের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রিমঝিম মিত্র, পশ্চিমবঙ্গের জনপ্রিয় টিভি সিরিয়াল অভিনেত্রী। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত। একাধিক নাটক ও টেলিফিল্মে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। বর্তমানে তিনি একটি জনপ্রিয় টিভি সিরিয়ালে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন।

    খলনায়িকার চরিত্রে অভিনয় করা রিমঝিমের কাছে এক চ্যালেঞ্জের ব্যাপার। কারণ ব্যক্তিজীবনে রিমঝিম এখনও অবিবাহিত। কারো সঙ্গেই সংসার পাতেননি তিনি। প্রিয়জন বলতেই কেবল মা।

    দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া অঞ্চলে বাড়ি রিমঝিমের। একটি অ্যাপার্টমেন্টে মাকে নিয়ে থাকেন অভিনেত্রী। সেই রিমঝিমের কাছেই একবার এসেছিল বিয়ের প্রস্তাব। তবে সেটা যেন তেন প্রস্তাব নয়, ডাকাতদলের প্রস্তাব!

    সম্প্রতি শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালিত একটি টকশোতে এসেছিলেন তিনি। সেই টক শোতে অভিনেত্রী জানিয়েছেন, ডাকাতের থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলেন।

    অভিনেত্রী রিমঝিম মিত্র দুর্দান্ত ভালো নাচেন। মমতা শঙ্করের ব্যালেট ট্রুপে নিয়মিত নৃত্য পরিবেশন করতেন তিনি। তেমনই এক নাচের অনুষ্ঠান করতে ঝাড়খণ্ডে গিয়েছিলেন রিমঝিম।

    অভিনেত্রী বলেন, ‘ট্রেনে চড়ে ঝাড়খণ্ডে যাচ্ছিলাম আমরা। মমতা শঙ্কর তার দলের মেয়েদেরকে একসঙ্গে নিয়ে বসে ছিলেন একটি কামরায়। হঠাৎই মাঝপথে ট্রেন থেমে যায়। আমি এবং আমার এক বান্ধবী টয়লেটে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি ট্রেন থেমে গেছে। টয়লেটের বাইরে বেরিয়ে দেখি মম মাসির স্বামী এবং আমাদের নাচের দলের একজন আসছেন হন্তদন্ত হয়ে। তার মাথা থেকে গলগল করে রক্ত ঝরছে।’

    “তাকে দেখেই চমকে গেলাম। তিনি আমাদের এসেই জিজ্ঞেস করলেন, ‘ওরা আসেনি তো এখানে?’ আমি পাল্টা প্রশ্ন করলাম, ‘ওরা মানে কারা?’ তিনি জানালেন, ট্রেনে একদল ছেলে আমাদেরকে দেখে মোহিত হয়েছিল। তারা সবাই ডাকাত। ট্রেন থামিয়ে ডাকাতি করছিল।”

    রিমঝিম যোগ করেন, “এসময় মম মাসির স্বামী আমাদের দু’জনকে বাথরুমেই ঢুকে যেতে বলেন। বাইরে থেকে শুনতে পাই ছেলেগুলো এসে বলছে, নাচের মেয়েগুলো কোথায়। ওদের ডাকো। ওদেরকে বিয়ে করব, সংবার করব।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন