বুধবার, ০২ জুলাই ২০২৫
Natun Kagoj

বৃষ্টিতে ডুবে যাচ্ছে পাকিস্তান, বন্যায় নিহত ৪৬

বৃষ্টিতে ডুবে যাচ্ছে পাকিস্তান, বন্যায় নিহত ৪৬
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পাকিস্তানে টানা এক সপ্তাহের ভারী বৃষ্টিপাত ও হঠাৎ বন্যায় দেশটির বহু এলাকা পানির নিচে চলে গেছে। এসব দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অনেক মানুষ। সোমবার (৩০ জুন) দেশটির সরকারিভাবে এসব তথ্য জানানো হয়েছে।  আল জাজিরা।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) ও প্রাদেশিক জরুরি বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ২২ জন, পূর্বাঞ্চলের পাঞ্জাবে ১৩ জন, দক্ষিণাঞ্চলের সিন্ধুতে সাতজন ও দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তানের চারজন। 

পাকিস্তানের আবহাওয়া বিভাগের উপপরিচালক ইরফান ভার্ক বার্তা সংস্থা এপিকে বলেন, এ বছর বর্ষা মৌসুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ২০২২ সালে যেভাবে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল, এবছর একই ধরনের আশঙ্কা দেখা দিয়েছে। ২০২২ সালের বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা পানিতে তলিয়ে গিয়ে ১ হাজার ৭৩৭ জন মানুষ প্রাণ হারিয়েছিল।

ভারী বৃষ্টিপাত ও বন্যাকে কেন্দ্র করে গত সপ্তাহে প্রাণ হারানোদের মধ্যে একই পরিবারের ১৩ জন সদস্যও আছেন। ওই পরিবারের ১৭ জন সদস্য ভ্রমণে গিয়েছিলেন। গত শুক্রবার তারা খাইবার পাখতুনখাওয়ার সোয়াত নদীতে স্রোতে ভেসে যান। তাদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রাদেশিক জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র বিলাল ফয়জির বলেন, পরিবারটির ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ একজনকে খুঁজতে ডুবুরিরা গতকাল সোমবারও অভিযান চালিয়েছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ