মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • অভ্যুত্থানে ১০ শহিদসহ আহত ১৭৫৭ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ দান–খয়রাতে গড়া জীবন থেকে চাঁদাবাজির অন্ধকারে: সমাজ কোন পথে হাঁটছে? নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে ৬০ হাজার সেনাসদস্য: প্রেসসচিব তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের লিখিত অভিযোগ লালমনিরহাটে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, উল্টে গেছে বগি রূপপুর দুর্নীতির অভিযুক্ত ‘মিস্টার ম্যানেজার’ আশরাফুল ইসলামের অদৃশ্য জাদু! দুর্বৃত্ত রাজনীতি নয়, আজ থেকে এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি: নীলা ইস্রাফিল খামেনিকে হত্যা ও ইরানে হামলার হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ওয়াকআউট করে আবারও ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দিল বিএনপি পেহেলগামের ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ মেলেনি: চিদাম্বরম
  • কিশোরগঞ্জ মডেল স্কুলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

    কিশোরগঞ্জ মডেল স্কুলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে কিশোরগঞ্জ মডেল স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার   সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন  স্কুলের শিক্ষক জাকির হোসেন,  কফির উদ্দিন, মাওলানা শফিকুল ইসলাম,  বিধান চন্দ্র কর,আল-আমীন 

    অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। আলোচনায় শিক্ষার্থীদের পাঠদান, উপস্থিতি, আচরণ এবং মোবাইল ফোন ব্যবহারের নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    প্রধান অতিথি ওয়ারিছ উদ্দিন ভূঞা বলেন, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে। সন্তানের পড়ালেখার খোঁজখবর রাখা, স্কুলে নিয়মিত পাঠানো এবং মোবাইল ফোন থেকে দূরে রাখা এখন সময়ের দাবি।”

    সভায় আরও উল্লেখ করা হয় যে, কোনো শিক্ষার্থী একাধিক কোচিং সেন্টারে সময় অপচয় না করে নিয়মিত ক্লাস করলেই ভালো ফলাফল করা সম্ভব। এছাড়া হোমওয়ার্ক যথাসময়ে সম্পন্ন করা, বিদ্যালয়ের নিয়ম মেনে চলা এবং শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্বও তুলে ধরা হয়।

    অভিভাবকদের পক্ষ থেকেও বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শৃঙ্খলা এবং শিক্ষার মান নিয়ে মতামত প্রদান করা হয়। সভা শেষে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয়ের যে কোনো উন্নয়নমূলক কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

    অনুষ্ঠানটি আয়োজন করে কিশোরগঞ্জ মডেল স্কুল কর্তৃপক্ষ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন