মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • অভ্যুত্থানে ১০ শহিদসহ আহত ১৭৫৭ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ দান–খয়রাতে গড়া জীবন থেকে চাঁদাবাজির অন্ধকারে: সমাজ কোন পথে হাঁটছে? নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে ৬০ হাজার সেনাসদস্য: প্রেসসচিব তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের লিখিত অভিযোগ লালমনিরহাটে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, উল্টে গেছে বগি রূপপুর দুর্নীতির অভিযুক্ত ‘মিস্টার ম্যানেজার’ আশরাফুল ইসলামের অদৃশ্য জাদু! দুর্বৃত্ত রাজনীতি নয়, আজ থেকে এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি: নীলা ইস্রাফিল খামেনিকে হত্যা ও ইরানে হামলার হুমকি দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ওয়াকআউট করে আবারও ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দিল বিএনপি পেহেলগামের ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ মেলেনি: চিদাম্বরম
  • অলিম্পিক নেই বাফুফে

    অলিম্পিক নেই বাফুফে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আর মাত্র একদিন পর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এই সভায় অংশগ্রহণের জন্য অলিম্পিক ডিসিপ্লিনের ২৪টি ফেডারেশন দু’জন করে এবং নন অলিম্পিক ৩টি ফেডারেশন এক জন করে তাদের প্রতিনিধির নাম বিওএ-তে পাঠিয়েছে। তবে বাফুফে এখনও পর্যন্ত তাদের প্রতিনিধির নাম পাঠায়নি।

    রোববার (২৮ জুলাই) নিজেদেরে অফিসিয়াল ওয়েবসাইটে এজিএমের জন্য কাউন্সিলর তালিকা প্রকাশ করেছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। যেখানে নাম নেই বাফুফের কারও।

    কাউন্সিলর প্রেরণের ক্ষেত্রে ফেডারেশনগুলোর প্রতি বিওএ’র নির্দেশনা হচ্ছে নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্তের মাধ্যমে প্রেরণ। এই নির্দেশনা অনুসারে নাম প্রেরণ করলে তা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এবিএম শেফাউল কবীর। তার ভাষ্য, ‘বিওএ নির্দেশনা অনুসারে নাম প্রেরণ করলে আমরা গ্রহণ করব।’ 

    বাফুফে সম্প্রতি নির্বাহী সভা আয়োজন করেনি। বাফুফে সূত্রের খবর, এই এজিএমে বাফুফে কোনো প্রতিনিধির নাম দিতে ইচ্ছুক নয়। সামনে বিওএ নির্বাচনের সময় তাদের প্রতিনিধির নাম প্রেরণ করবে। 

    এদিকে বিওএ’তে ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম। এতদিন বিওএ’তে ক্রিকেট বোর্ডের একটি কাউন্সিলরশিপ ছিল। 

    কিন্তু ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তি হওয়ায় আগামী পরশু এজিএমে অলিম্পিক ডিসিপ্লিন হিসেবে ক্রিকেট বোর্ড দু’টি কাউন্সিলরশিপ পেয়েছে অন্য অলিম্পিক ডিসিপ্লিন ফেডারেশনের মতো। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন