শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২০৪, কেউ মারা যাননি ‘বিগ বিউটিফুল বিল’ পাস, বড় জয় ট্রাম্পের অতীতে সনাতনধর্মালম্বী ভাইবোনেরা অনেক নির্যাতিত হয়েছে, কোন বিচার পায়নি : নাহিদ ইসলাম ব্যক্তিগত কারণে ছুটিতে সিমন্স, দ্বিতীয় ওয়ানডেতে থাকছেন না এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? - ডা. শফিকুর রহমান কুমিল্লার মিষ্টি মারিয়ার বিতর্কিত উত্থান: কোটি টাকার সম্পদের মালিক! এক লাখের বেশি শিক্ষক নিয়োগে আবেদন প্রক্রিয়া ফের শুরু প্রেসসচিবের দাবি: টকশোতে অসত্য তথ্য দিয়েছেন রনি মুরাদনগরে ধর্ষণ ভিডিও ছড়ানোর নেপথ্যে দুই ভাইয়ের পুরোনো শত্রুতা আল জাজিরা প্রতিবেদন: কিডনি বিক্রির গ্রামে দারিদ্র্যের করুণ চিত্র
  • প্রেসসচিবের দাবি: টকশোতে অসত্য তথ্য দিয়েছেন রনি

    প্রেসসচিবের দাবি: টকশোতে অসত্য তথ্য দিয়েছেন রনি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাবেক সংসদ সদস্য ও রাজনীতিক গোলাম মাওলা রনির বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের অভিযোগ এনেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন টেলিভিশন টকশো ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে রনি অসত্য বক্তব্য ছড়াচ্ছেন, যা জনমনে বিভ্রান্তি তৈরি করছে।

    শুক্রবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন।

    পোস্টে তিনি লেখেন, “গোলাম মাওলা রনি বর্তমানে বিভিন্ন টেলিভিশন টকশো ও ইউটিউব প্ল্যাটফর্মে মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম উৎসে পরিণত হয়েছেন।”

    তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে রনি দাবি করেন, নূর হোসেন—স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতীক—নাকি জনতার হাতে নিহত হন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শফিকুল আলম শহীদ নূর হোসেনের প্রকৃত ইতিহাস তুলে ধরেন এবং স্মরণ করিয়ে দেন যে, ১৯৮৭ সালের ১০ নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছিলেন নূর হোসেন। প্রেসসচিব প্রশ্ন তোলেন, “রনি কি এখন ইতিহাস থেকে এরশাদের অপরাধ ধুয়ে ফেলার দায়িত্ব নিয়েছেন?”

    শফিকুল আলম আরও সমালোচনা করেন যে, টকশোতে এই মন্তব্যের সময় উপস্থাপক কোনো ধরনের সংশোধনী বা প্রতিবাদ জানাননি। তিনি লেখেন, “সবচেয়ে দুঃখজনক বিষয় হলো—উপস্থাপক নির্লজ্জ এই মিথ্যাচারের বিরুদ্ধে কোনো অবস্থান নেননি। মিথ্যা ও বিভ্রান্তিকর কণ্ঠকে প্ল্যাটফর্ম দেওয়ার অর্থ, সেই অন্যায়ের অংশীদার হয়ে যাওয়া।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন