শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২০৪, কেউ মারা যাননি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২০৪, কেউ মারা যাননি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২০৪ জন রোগী। তবে স্বস্তির খবর হলো, এই সময়ের মধ্যে দেশে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, নতুন রোগীদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ৯৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ভর্তি হয়েছেন ১০৮ জন।

ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৫৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন, রাজশাহী বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১১,০০০ জনে, এবং মৃত্যুর সংখ্যা ৭০ জন ছাড়িয়ে গেছে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রায় ৭৫০ জন রোগী, যাদের মধ্যে বেশিরভাগই রাজধানী ঢাকার।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মশাবাহিত এই ভাইরাস প্রতিরোধে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। বিশেষজ্ঞরাও বলছেন, শুধু হাসপাতালে চিকিৎসা নয়, বরং উৎসস্থলে এডিস মশা নিয়ন্ত্রণে না আনলে ডেঙ্গু পরিস্থিতি আবারও জটিল হয়ে উঠতে পারে।

এদিকে, আবহাওয়া অনুকূলে থাকায় ডেঙ্গু বিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলেও সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা নিয়মিত মশা নিধন কার্যক্রম, জমে থাকা পানি পরিষ্কার রাখা ও জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন