রাশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, ৪৯ জনই নিহত


রাশিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন onboard থাকা ৪৯ জন যাত্রী ও ক্রু সদস্য। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) নিখোঁজ হওয়ার পর উদ্ধারকৃত ধ্বংসাবশেষ থেকে নিশ্চিত হওয়া গেছে, কেউই বেঁচে নেই।
রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল সাইবেরিয়া-ভিত্তিক ‘আঙ্গারা’ এয়ারলাইনের একটি Antonov An-24 মডেলের প্লেন। বিমানটি চীন সীমান্ত সংলগ্ন আমুর অঞ্চলের টাইন্ডা শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল।
উড্ডয়নের কিছু সময় পরই রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিমানটি। এরপর শুরু হয় জরুরি তল্লাশি অভিযান, যার একপর্যায়ে বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় দুর্গম পাহাড়ি এলাকায়।
এ দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। বিমানটি সাইবেরিয়া ভিত্তিক ‘আঙ্গারা’ এয়ারলাইনের একটি Antonov An-24 মডেলের প্লেন ছিল, যা টাইন্ডা শহরের দিকে যাচ্ছিল।
রাশিয়ার তাস নিউজ এজেন্সি জানিয়েছে, অবতরণের সময় বিমানের ক্রুদের ভুল এবং দৃশ্যমানতার অভাবকে দুর্ঘটনার কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানিয়েছেন, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। যদিও জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে আরোহীর সংখ্যা ছিল ৪০ জন।
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি ওরলোভ জানিয়েছেন, প্রাথমিক তথ্যানুযায়ী বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী ছিলেন। এ ছাড়া এতে ছয়জন ক্রু সদস্য ছিলেন।
