গাজা যুদ্ধের মূল্য, ৮৬৫ ইসরায়েলি সেনা নিহত


দক্ষিণ গাজায় চলমান সংঘর্ষে ইসরায়েলের এক সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। তবে আহত সেনার পরিচয় বা ঘটনার বিস্তারিত সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।
গাজায় চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর কমপক্ষে ৮৬৫ জন সদস্য প্রাণ হারিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক সীমান্ত অতিক্রম ও হামলার মধ্য দিয়ে এই সহিংসতা শুরু হয়। হামাসের এই আক্রমণের জবাবে গাজা উপত্যকায় বড় ধরনের সামরিক অভিযান চালায় ইসরায়েল, যা এখনও অব্যাহত রয়েছে।
সে সময় থেকে এখন পর্যন্ত গাজায় ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে দখলদার বাহিনী। গাজায় এরই মধ্যে ৫৯ হাজার ২১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অপরদিকে আহত হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৪৫ জন।
অবরুদ্ধ এই উপত্যকায় কমপক্ষে আরও ১০ জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। তীব্র খাদ্য সংকটে দিশেহারা হয়ে পড়েছেন অবরুদ্ধ এই উপত্যকার বাসিন্দারা। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অপুষ্টির কারণে মৃত্যুর সংখ্যা ১১১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে গত কয়েক সপ্তাহে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৪ জন ত্রাণপ্রার্থীসহ কমপক্ষে ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত অপুষ্টিতে মারা যাওয়া শিশুদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী ২১ জন শিশু রয়েছে। সংস্থাটি জানিয়েছে, মার্চ থেকে মে মাসের মধ্যে প্রায় ৮০ দিন ধরে তারা কোনো খাবার সরবরাহ করতে পারেনি।
মধ্য গাজার দেইর আল-বালাহ থেকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আযম বলেছেন, অনাহার বোমার মতোই মারাত্মক হয়ে উঠেছে। পরিবারগুলো পর্যাপ্ত খাবার চাইছে না, তারা সামান্য কিছু খাবার চাইছে।
