শনিবার, ২৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • চার-পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচন তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল জাতীয় বার্ন ইনস্টিটিউট: ৪ জন আশঙ্কাজনক, ২ জন সুস্থ হয়ে ফিরলেন বাড়ি নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ডিজিটাল ব্যবস্থাপনায় আসছে ওয়াকফ সম্পত্তি: ঘোষণা ধর্ম উপদেষ্টার উত্তরায় ভয়াবহ ট্রাজেডি, শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড মাইলস্টোন স্কুলের ছাত্র জারিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে গণতন্ত্রকে: মির্জা ফখরুল খাগড়াছড়িতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি, নিহত ৪ ঝুঁকিহীন ও টেকসই ঋণে জোর দেবে ইউসিবি
  • সাত মাস পর আর্জেন্টিনার জার্সিতে ফিরছেন লিওনেল মেসি

    সাত মাস পর আর্জেন্টিনার জার্সিতে ফিরছেন লিওনেল মেসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাত মাসের বিরতি কাটিয়ে আবারও আর্জেন্টিনা জাতীয় দলে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলোম্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ সামনে রেখে গতকাল সোমবার সতীর্থদের সঙ্গে অনুশীলনে অংশ নেন বিশ্বকাপজয়ী এই সুপারস্টার। দীর্ঘদিন পর দলের সঙ্গে মেসিকে দেখে সতীর্থদের মধ্যেও দেখা গেছে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা।

    সাত মাস পর জাতীয় দলে ফিরেছেন লিওনেল মেসি। ৩৭ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন ২০২3 সালের নভেম্বরে। এরপর পেশির চোটের কারণে চলতি বছরের মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে খেলতে পারেননি। তবে তার অনুপস্থিতিতেও কোচ লিওনেল স্কালোনির দল ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে।

    গতকাল সোমবার বুয়েনস আইরেসে নিজের নামাঙ্কিত অনুশীলন কমপ্লেক্সে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন মেসি। মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এই আটবারের ব্যালন ডি’অরজয়ী খেলোয়াড় জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতেই বাড়তি উদ্দীপনা দেখা গেছে পুরো দলে।

    চলমান কনমেবল বাছাইপর্বে ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী শুক্রবার (৬ জুন) তারা মুখোমুখি হবে চিলির, আর ১১ জুন বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে লড়বে কলোম্বিয়ার বিপক্ষে।

    মেসির ফেরা যেমন বড় প্রাপ্তি, তেমনি দলে এসেছে নতুন কিছু মুখও। প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন ডিফেন্ডার কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রইলো এবং ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুওনো। মাস্তান্তুওনোর প্রতিভা ইতোমধ্যেই নজর কেড়েছে ইউরোপের বড় ক্লাবগুলোর।

    তবে দলে কিছু সমস্যা রয়েছে ইনজুরি ও নিষেধাজ্ঞা নিয়ে।

    ডিফেন্সে নিষিদ্ধ নিকোলাস ওতামেন্দি চিলির বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না। তার জায়গায় লিওনার্দো বালারদি অথবা ফাকুন্দো মেদিনার খেলতে পারেন ক্রিশ্চিয়ান রোমেরোর সঙ্গী হয়ে।

    মিডফিল্ডেও ভাঙন—ইনজুরির কারণে নেই আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, আর হলুদ কার্ডের কারণে নিষিদ্ধ এনজো ফার্নান্দেজ ও লিয়ান্দ্রো পারেদেস।

    এদিকে, ইন্টার মিলানের ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলে কিছুটা বিশ্রামে আছেন। তিনি বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে, তবে চিলির বিপক্ষে তার খেলা এখনও অনিশ্চিত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ