রবিবার, ২৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচন তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল জাতীয় বার্ন ইনস্টিটিউট: ৪ জন আশঙ্কাজনক, ২ জন সুস্থ হয়ে ফিরলেন বাড়ি নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ডিজিটাল ব্যবস্থাপনায় আসছে ওয়াকফ সম্পত্তি: ঘোষণা ধর্ম উপদেষ্টার উত্তরায় ভয়াবহ ট্রাজেডি, শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড মাইলস্টোন স্কুলের ছাত্র জারিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে গণতন্ত্রকে: মির্জা ফখরুল খাগড়াছড়িতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি, নিহত ৪ ঝুঁকিহীন ও টেকসই ঋণে জোর দেবে ইউসিবি সাবেক সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামসুল আলম আর নেই
  • ‘অযৌক্তিক শাস্তি’—এমএলএসের সিদ্ধান্তে ক্ষুব্ধ মেসি ও মায়ামি

    ‘অযৌক্তিক শাস্তি’—এমএলএসের সিদ্ধান্তে ক্ষুব্ধ মেসি ও মায়ামি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ার কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞার শিকার হয়েছেন লিওনেল মেসি ও জর্দি আলবা। এই সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে তাদের ক্লাব ইন্টার মায়ামি এবং ক্লাবটির সহ-মালিক হোর্হে মাস। তিনি এই নিষেধাজ্ঞাকে ‘অত্যন্ত কঠোর’ এবং ‘অযৌক্তিক’ বলে আখ্যা দিয়েছেন।

    শুক্রবার (২৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে হোর্হে মাস বলেন,

    “মেসি ভীষণ হতাশ, আমরাও ক্লাব হিসেবে ব্যথিত। ও খেলতে চেয়েছিল, জয় আনতে চেয়েছিল। মেসি এখানে এসেছে খেলার জন্য, শো'র অংশ হতে নয়। ও সার্কাসের পশু না যে যখন খুশি ডাকা যাবে!”

    কেন শাস্তি পেলেন মেসি ও আলবা?
    MLS-এর নিয়ম অনুযায়ী, অল-স্টার ম্যাচে কোনো খেলোয়াড় অনুপস্থিত থাকলে এবং তা যথাযথভাবে অনুমোদিত না হলে, তাকে পরবর্তী লিগ ম্যাচে মাঠে নামতে দেওয়া হয় না। সেই নিয়ম অনুযায়ী, মেসি ও আলবা আগামী শনিবার ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না।

    ক্লাবের যুক্তি: শারীরিক চাপ, খেলোয়াড়দের সিদ্ধান্ত নয়
    হোর্হে মাস ব্যাখ্যা করেন, মেসি ও আলবার না খেলার সিদ্ধান্ত ছিল ক্লাবের, খেলোয়াড়দের নয়।

    “গত ৩৬ দিনে মায়ামি নয়টি ম্যাচ খেলেছে। কনকাকাফ, এমএলএস, ক্লাব বিশ্বকাপ, সামনে আবার লিগস কাপ। এই পরিস্থিতিতে অল-স্টার ম্যাচে ওদের খেলানো মানে ছিল চরম ঝুঁকি। তাই আমরা আগেই লিগ কর্তৃপক্ষকে জানিয়েছিলাম—মেসি ও আলবা খেলবে না।”

    ভবিষ্যতে কী হবে?
    এই নিষেধাজ্ঞা ভবিষ্যতে মেসি ও আলবার লিগে থাকা নিয়ে কোনো প্রভাব ফেলবে কিনা, এমন প্রশ্নে মাস বলেন,

    “স্বল্পমেয়াদে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে আমরা আশা করি, তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এতে বদলাবে না।”

    এদিকে MLS কমিশনার ডন গারবার ইঙ্গিত দিয়েছেন, অল-স্টার ম্যাচে না খেললে নিষেধাজ্ঞা সংক্রান্ত এই নিয়ম ভবিষ্যতে পুনর্বিবেচনা করা হতে পারে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন