শনিবার, ২৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • চার-পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচন তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল জাতীয় বার্ন ইনস্টিটিউট: ৪ জন আশঙ্কাজনক, ২ জন সুস্থ হয়ে ফিরলেন বাড়ি নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ডিজিটাল ব্যবস্থাপনায় আসছে ওয়াকফ সম্পত্তি: ঘোষণা ধর্ম উপদেষ্টার উত্তরায় ভয়াবহ ট্রাজেডি, শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড মাইলস্টোন স্কুলের ছাত্র জারিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে গণতন্ত্রকে: মির্জা ফখরুল খাগড়াছড়িতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি, নিহত ৪ ঝুঁকিহীন ও টেকসই ঋণে জোর দেবে ইউসিবি
  • ঈদ উদযাপনে অস্ট্রেলিয়ার পথে বিসিবি সভাপতি বুলবুল

    ঈদ উদযাপনে অস্ট্রেলিয়ার পথে বিসিবি সভাপতি বুলবুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি সময় কাটাচ্ছেন ব্যস্ততার মধ্য দিয়ে। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বোর্ড পরিচালকদের সঙ্গে বৈঠক করেছেন, আলোচনা করেছেন সামনের পরিকল্পনা নিয়ে।

    পাশাপাশি দেখা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গেও। দেশের ক্রিকেটের উন্নয়নে কীভাবে কাজ করা যায়, সে লক্ষ্যেই এখন চলছে তার প্রস্তুতি ও পদক্ষেপ।

    এদিকে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনিযুক্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার পরিবার অনেক দিন ধরেই অস্ট্রেলিয়ায় বসবাস করছে। দেশের ক্রিকেটের দায়িত্ব পালনের জন্য বুলবুল বাংলাদেশে এলেও, পরিবারের সঙ্গে ঈদ কাটাতে এবার তিনি ছুটে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়।

    মঙ্গলবার রাতেই দেশ ছাড়ার কথা রয়েছে তার। তবে কবে নাগাদ তিনি দেশে ফিরবেন, তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি। ঈদের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন তিনি। সেই মিটিং শেষে ঢাকায় ফেরার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ